Virat Kohli's 100th Test: কেন BCCI-এর উপর ক্ষিপ্ত সমর্থকরা? জানতে পড়ুন
শাপমুক্তি ঘটাতে শততম টেস্ট চাই সেঞ্চুরি।
নিজস্ব প্রতিবেদন: শেষ পর্যন্ত মোহালির ফাঁকা গ্যালারির সামনে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি (Virat Kohli)। নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে নামবেন তিনি। তাও আবার রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্বে। কিন্তু কোহলির মাইলস্টোন ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজিত হওয়ার খবর ভাইরাল হওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়ছেন ক্রিকেটপ্রেমীরা। ইতিমধ্যেই পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিশনের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিসিসিআই-কেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
দেশজুড়ে কোভিড আতঙ্ক এখনও কাটেনি। তাই বিন্দুমাত্র ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই (BCCI)। সেই জন্য শ্রীলঙ্কার (INDvsSL) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর এ বার দুই ম্যাচের টেস্ট সিরিজও ফাঁকা মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার পঞ্জাব ক্রিকেট সংস্থার তরফ থেকে এই বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হল। যদিও সমর্থকরা এই বঞ্চনা মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে।
#crowdinmohali
This is So Unfair for @imVkohli as He'll play his 100th Test Match Without Any Spectators. @BCCI Should allow 25% Crowd At least for God Sake. pic.twitter.com/mgsDB3DPEO
nαmαn ѕhαrmα (@namansharma1819) February 27, 2022
তবে পঞ্জাব ক্রিকেট সংস্থা নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। পঞ্জাব ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ আরপি সিংলা বলেন, "বিসিসিআই-এর নির্দেশ অনুসারে মোহালিতে সাধারণ দর্শকদের খেলা দেখার অনুমতি নেই। মোহালিতে নতুন করে কোভিড সংক্রমণের সংখ্যা বাড়ছে। তাই ক্রিকেটারদের সুরক্ষার জন্যই দর্শক ছাড়াই হবে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট।" এরপর তিনি ফের যোগ করেন, "প্রায় তিন বছর পর মোহালিতে আন্তর্জাতিক ম্যাচ হলেও তাতে দর্শকরা থাকতে পারবে না। তবে বিরাটকে আমরা সেই ম্যাচের সময় সংবর্ধিত করব। তবে যেহেতু দল জৈব বলয়ে থাকবে তাই আমরা সরাসরি ক্রিকেটারদের কাছে যেতে পারব না। তাই বিসিসিআই-এর সবুজ সংকেতের অপেক্ষায় আছি।"
No crowd allowed for Virat Kohli 100th test
Meanwhile crowd has been allowed for T20s and 2nd Test in BengaluruAverage of Covid cases in last 7 days
Mohali - 145
Bengaluru - 882We-You-know-who
The Batman (@GoatViratKohli) February 26, 2022
সবকিছু ঠিকঠাক থাকলে দক্ষিণ আফ্রিকার সফরে প্রোটিয়াসদের বিরুদ্ধে কেপটাউন টেস্ট হতো কোহলির কেরিয়ারের শততম টেস্ট। কিন্তু সেই সিরিজে জোহানেসবার্গে আয়োজিত দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কিছুক্ষণ আগে পিঠের ব্যথার জন্য সরে দাঁড়িয়েছিলেন 'কিং কোহলি'। তাই শেষ পর্যন্ত মোহালিতে কেরিয়ারের শততম টেস্ট খেলবেন তিনি।
২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন কোহলি। এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ৫০.৩৯ গড় নিয়ে ৭৯৬২ রান করে ফেলেছেন এই তারকা ব্যাটার। সঙ্গে রয়েছে ২৭টি শতরান ও ২৮টি অর্ধ শতরান। সেই ২০১৯ সালের পর টেস্টে তিন অঙ্কের রান করতে পারেননি কোহলি। এমন একটা মাইলস্টোন ম্যাচে কোহলি শতরান করলে এই ফরম্যাটে আট হাজার করে ফেলতে পারেন তিনি। একইসঙ্গে ঘটবে শাপমুক্তি।
আরও পড়ুন: Ranji Trophy: দুরন্ত বোলিং, রুদ্ধশ্বাস ম্যাচে হায়দরাবাদকে হারিয়ে নক আউটে লড়াকু বাংলা
আরও পড়ুন: INDvsSL: ৫০ শতাংশ দর্শকের সামনে দিন-রাতের টেস্ট খেলবে Rohit,Virat-এর Team India