নিন্দার ঝড়, কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠলেন বিরাট-রোহিত

হতভাগ্য সেই হাতির করুণ পরিণতিতে গোটা দেশের মানুষের চোখে জল। দোষীদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে।

Updated By: Jun 4, 2020, 12:41 PM IST
নিন্দার ঝড়, কেরলে গর্ভবতী হাতি খুনে গর্জে উঠলেন বিরাট-রোহিত

নিজস্ব প্রতিবেদন:  কেরলের মলাপ্পুরামের হাতিটিকে যে বা যারা মারল তারা কি আদৌ মানুষ? এমন নৃশংস কাণ্ড ঘটানো মান ও হুঁশ থাকা কারও পক্ষে কি সম্ভব? মানুষের নারকীয় ঘটনা আজ প্রকাশ্যে। চোরাশিকারীদের হাতে হাতির মৃত্যু নতুন কিছু নয়। কিন্তু এভাবে একটি গর্ভবতী হাতিকে বিস্ফোরক ভরা ফল খাইয়ে মারার ঘটনা হয়তো এর আগে ঘটেনি। হতভাগ্য সেই হাতির করুণ পরিণতিতে গোটা দেশের মানুষের চোখে জল। দোষীদের শাস্তির দাবি উঠেছে দেশজুড়ে। দোষীদের শাস্তির দাবিতে সরব হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মা।

এমন নৃশংস ঘটনায় শিউরে উঠেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টুইটারে তিনি লিখেছেন, "কেরলের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। বন্যপ্রাণীদের প্রতি আমাদের আরও সহানুভূতিশীল হতে হবে। এইভাবে বন্যপ্রাণীদের যারা হত্যা করে তারা কাপুরুষ।"

অন্যদিকে বন্যপ্রাণীদের প্রতি বরাবরই সহানুভূতিশীল টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। এই ঘটনায় তিনিও স্তম্ভিত হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, "আমরা বর্বর, আমরা কি কিছুই শিখিনি?কেরলে হাতির ঘটনা শুনে আমার হৃদয় ভেঙে গিয়েছে। কোনও প্রাণীকেই এইরকম নির্মমভাবে হত্যা করা যায় না!"

 

আরও পড়ুন - কফি উইথ করণ শো-বিতর্কে আমার পরিবারকে হেনস্থা করা হয়েছিল, যা আমাকে আঘাত করে: হার্দিক

.