Ravichandran Ashwin : 'ব্রাত্য' অশ্বিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি

Ravichandran Ashwin : ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লিতে টেস্ট অভিষেক ঘটান অশ্বিন। অভিষেক টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নজির যে ক্রিকেটারদের রয়েছে তাঁদের অন্যতম অশ্বিন। 

Updated By: Sep 17, 2022, 05:59 PM IST
Ravichandran Ashwin : 'ব্রাত্য' অশ্বিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বিরাট কোহলি
ফের খুব কাছাকাছি বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর জামানায় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) সিরিজের পর সিরিজ ড্রেসিংরুমে বসে কাটিয়েছেন। দক্ষতা থাকা সত্বেও বিরাট কোহলির ( Virat Kohli) অধিনায়কত্বে ব্রাত্য থেকেছেন টিম ইন্ডিয়ার (Team India) এই অভিজ্ঞ অফ স্পিনার। সেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তবে বিরাট নিজের অবস্থান থেকে এক চুল সরে আসেননি। বিদেশের মাঠে অশ্বিনকে বাইরে রেখে দল সাজাতেন রবি শাস্ত্রী (Ravi Shastri) ও বিরাট। এ বার সেই অশ্বিনকেই জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। 

ইনস্টাগ্রাম স্টোরিতে সতীর্থ অশ্বিন সম্পর্কে বিরাট লিখেছেন, 'শুভ জন্মদিন অ্যাশ। তোমার ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক। শুভেচ্ছা রইল।' বিসিসিআই-এর তরফ থেকেও অশ্বিনকে শুভেচ্ছা জানানো হয়েছে। ৩৬ বছর পূর্ণ করলেন তিনি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে রয়েছেন অশ্বিন। আগামি মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলেও আছেন অভিজ্ঞ অফ স্পিনার। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

আরও পড়ুন: Virat Kohli, IND vs AUS : প্যাট কামিন্সদের বিরুদ্ধে কোন রেকর্ড গড়তে পারেন 'কিং কোহলি'? জানতে পড়ুন

আরও পড়ুন: Ravi Shastri : টি-টোয়েন্টিকে আরও জনপ্রিয় করতে কোন পুরনো নিয়ম ফেরাতে চাইছেন বিরাটদের প্রাক্তন কোচ? জেনে নিন

২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দিল্লিতে টেস্ট অভিষেক ঘটান অশ্বিন। অভিষেক টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার নজির যে ক্রিকেটারদের রয়েছে তাঁদের অন্যতম অশ্বিন। প্রথম ইনিংসে ৮১ রানে ৩ এবং দ্বিতীয় ইনিংসে ৪৭ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন। এ ছাড়া একই টেস্ট ম্যাচে পাঁচ উইকেট নেওয়া ও শতরান করার নজির রয়েছে অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই নিজের তৃতীয় টেস্টে ২০১১ সালে অশ্বিন ১৫৬ রানের বিনিময়ে নিয়েছিলেন ৫ উইকেট, ব্যাট হাতে প্রথম ইনিংসে করেন ১০৩ রান।

বর্ণময় কেরিয়ার টেস্টে দ্রুততম ৩৫০ উইকেট পাওয়ার রেকর্ডটি যুগ্মভাবে দখলে রেখেছেন অশ্বিন। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের মতো অশ্বিনও এই কীর্তি গড়েন কেরিয়ারের ৬৬তম টেস্টে। বর্তমানে অশ্বিন টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী। ৮৬টি টেস্টে তাঁর উইকেটসংখ্যা ৪৪২। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ৩০ বার, ১০ উইকেট নিয়েছেন ৭ বার।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.