Virat Kohli and Ishant Sharma: 'সারা রাত পার্টি করে বিরাট ২৫০ করেছিল!' কোহলির অচেনা রূপ সামনে আনলেন ঈশান্ত

তখনও বিরাট জাতীয় দলে জায়গা পাননি। ইডেন গার্ডেন্সে ম্যাচ হচ্ছিল বাংলার বিপক্ষে। খেলার আগের দিন পাঁচ তারা হোটেলে ভোর চারটে অবধি পার্টি করেছিলেন বিরাট। নাচ, গান হোই হুল্লোড়, খাওয়া দাওয়া সব কিছু। কিন্তু মাত্র চার ঘন্টা বিশ্রাম নিয়ে সকাল ১০টায় মাঠে ২৫০ রানের ইনিংস খেলেছিলেন।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Jun 26, 2023, 03:40 PM IST
Virat Kohli and Ishant Sharma: 'সারা রাত পার্টি করে বিরাট ২৫০ করেছিল!' কোহলির অচেনা রূপ সামনে আনলেন ঈশান্ত
দুই তারকার বন্ধুত্ব এখনও বজায় রয়েছে। ফাইল চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁরা দুজনেই পশ্চিম দিল্লির ছেলে। বিরাট কোহলির (Virat Kohli) থেকে কিছুটা বড় ঈশান্ত শর্মা (Ishant Sharma)। সেদিনের তরুণ বিরাট শুধু নিজেকে ধরে রেখে কিংবদন্তি হয়ে উঠেছেন। এমনটাই জানালেন ঈশান্ত। টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন জোরে বোলার বিরাটকে যতটা কাছ থেকে দেখেছেন, খুব বেশি মানুষ ততটা দেখেননি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন ঈশান্ত। সেখানে তিনি জানিয়েছেন একবার দিল্লির (Delhi) হয়ে রঞ্জি (Ranji Trophy) খেলতে কলকাতায় এসেছিলেন। ম্যাচের আগের রাতের পুরোটা সময় পার্টি করেও, পরের দিন ক্রিজে এসেই বাংলার (Bengal) বিরুদ্ধে ২৫০ রান করেছিলেন বিরাট। সেটাই জানালেন ঈশান্ত। 

তখনও বিরাট জাতীয় দলে জায়গা পাননি। ইডেন গার্ডেন্সে ম্যাচ হচ্ছিল বাংলার বিপক্ষে। খেলার আগের দিন পাঁচ তারা হোটেলে ভোর চারটে অবধি পার্টি করেছিলেন বিরাট। নাচ, গান হোই হুল্লোড়, খাওয়া দাওয়া সব কিছু। কিন্তু মাত্র চার ঘন্টা বিশ্রাম নিয়ে সকাল ১০টায় মাঠে ২৫০ রানের ইনিংস খেলেছিলেন। এখান থেকেই বোঝা যায় বিরাট বাকিদের থেকে কেন আলাদা।

আরও পড়ুন: Wanindu Hasaranga: কোন বিশেষ রেকর্ড গড়ে ওয়াকারকে ছুঁলেন ওয়ানিন্দু হাসরঙ্গা? জেনে নিন শ্রীলঙ্কার লেগ স্পিনারের কীর্তি

আরও পড়ুন: Sarfaraz Khan vs BCCI: ঝুড়ি ঝুড়ি রান করেও কেন ব্রাত্য সরফরাজ? জবাব দিল বিসিসিআই

ঈশান্ত বলছিলেন, "আমি বিরাটের যে রূপ দেখেছি, সেটা কেউ দেখেনি। গত কয়েক বছর বিরাট নিজের ফিটনেসের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল। তবে কেরিয়ারের শুরুর দিকে বিরাট খুবই পার্টি করত। একবার বাংলার বিরুদ্ধে কলকাতায় রঞ্জি খেলতে এসেছিলাম। বিরাট কলকাতায় এসেই গোটা রাত পার্টি করতে চলে গিয়েছিল। তবে এতে ওর ব্যাটিংয়ে প্রভাব পড়েনি। বাংলার বিরুদ্ধে পরের দিন ২৫০ রান করেছিল বিরাট।" 

মাত্র ১৭ বছর বয়সে বাবা-কে হারিয়েছিলেন বিরাট। ঈশান্ত জানালেন খুব ছোটবেলায় এমন ঘটনা নিজের সামনে দেখে বিরাট ভেঙে পড়েছিলেন। কিন্তু ভিতর ভিতর তাঁকে কঠিন করে তুলেছিল জীবনে লড়াই করার জন্য। ২০১১ বিশ্বকাপের পরেও খাওয়া-দাওয়ার প্রচণ্ড ভক্ত ছিলেন বিরাট। তবে ২০১২ সালের পর থেকে নিজেকে একেবারে বদলে ফেলেছেন তিনি। তখন নিয়মিত ফিটনেস চর্চা, কঠিন ডায়েট মেনে চলেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.