অধিনায়ক হিসেবে Virat Kohli ও Joe Root কেমন? পোস্টমর্টেম করলেন Ian Chappell
কোহলি ১০০তে ১০০। রুট ০।
নিজস্ব প্রতিবেদন: তিনি বরাবরের ঠোঁটকাটা। সোজা কথা সোজা ভাবে বলে দিতে তাঁর জুরি মেলা ভার। তিনি এক ও অদ্বিতীয় ইয়ান চ্যাপেল (Ian Chappel)। এহেন অস্ট্রেলিয়ার (Australia) প্রাক্তন অধিনায়ক এ বার বিরাট কোহলি (Virat Kohli) ও জো রুটের (Joe Root) অধিনায়কত্ব নিয়ে পোস্টমর্টেম করলেন। তাঁর মতে কোহলি ‘ব্যতিক্রমী’ হলেও রুট ভাল ব্যাটার, তবে খুবই খারাপ অধিনায়ক’।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১-২ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর লাল বলের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন কোহলি। তবে রুটের অধিনায়কত্বে ইংল্যান্ড অ্যাশেজে ০-৪ ব্যবধানে উড়ে গেলেও, এখনও ইস্তফা দেননি।
তাই দুজনের অধিনায়কত্ব ব্যাখ্যা করতে গিয়ে ‘গুরু’ গ্রেগ চ্যাপেলে দাদা একটি কলামে লিখেছেন, “বিরাট ও রুটের মধ্যে একজন দারুণ পারফরম্যান্স করেছে, আর একজন একেবারে ব্যর্থ। কোহলি অধিনায়ক হিসেবে ‘ব্যতিক্রমী’। সেটা নিয়ে কোনও সন্দেহই নেই। অজিঙ্কা রাহানের মতো সহ-অধিনায়কের সাহায্যে ভারতীয় টেস্ট দলকে উচ্চতায় নিয়ে গিয়েছিল। এমন সাফল্য ভারতের অন্য কোনও অধিনায়ক পারেনি।“
আরও পড়ুন: Watch: U19 World Cup: বাইশ গজের যুদ্ধের মাঝেই ভূমিকম্প! ভিডিও ভাইরাল
আরও পড়ুন: ICC U19 World Cup: রবি উদয়ে ফাইনাল হারের বদলা, বাংলাদেশকে হারিয়ে শেষ চারে ভারতের যুব দল
তবে রুটের সম্পর্কে একেবারে অন্য মত পোষণ করলেন ইয়ান চ্যাপেল। তিনি ফের লিখেছেন, “রুট অধিনায়ক হিসেবে একেবারে ব্যর্থ। বাকিদের থেকে অনেক বেশি টেস্টে নেতৃত্ব দিলেও ওর পারফরম্যান্স খুব রুট নিজে, ইংল্যান্ড ক্রিকেটার কিংবা দেবতা এসে আমার কাছে প্রতিবাদ করলেও আমার কিছুই যায় আসে না। আমি বলব, রুট ভাল ব্যাটার কিন্তু খুবই খারাপ অধিনায়ক।“
প্রাক্তন অধিনায়ক কোহলির আগ্রাসন ও জেতার খিদের ব্যাপারটা নিয়ে বেশ উত্তেজিত সিনিয়র চ্যাপেল। তাই তিনি নেতা কোহলির মধ্যে ভারতের দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মহেন্দ্র সিং ধোনির মিল খুঁজে পেলেন। তাঁর মতে কোহলি নিজের ক্রিকেটীয় মস্তিস্ক দিয়ে সৌরভ ও ধোনির সঠিক উত্তরাধিকার হিসেবে নিজেকে তুলে ধরতে পেরেছিলেন।
তাই চ্যাপেল লিখেছেন, “সৌরভ ও ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে কোহলি গত সাত বছর দলটাকে গড়েছে। দক্ষিণ আফ্রিকায় সিরিজ হার ওর জীবনের সব থেকে হতাশাজনক মুহূর্ত। তাও আবার প্রথম টেস্ট জিতে ১-০ এগিয়ে থাকা অবস্থায় হার মেনে নেওয়া যায় না। তবে টেস্টে দলকে সাত নম্বর থেকে শীর্ষে নিয়ে যাওয়াও কোহলির জীবনের অন্যতম সেরা মুহূর্ত।“