বিরাট আর স্মিথই তাঁর প্রেরণা, জানালেন নতুন ইংরেজ অধিনায়ক জো রুট

সদ্য অ্যালিস্টার কুকের পরিবর্তে ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জো রুট। সবার কাছেই বিষয়টা প্রত্যাশিত ছিল। আর নতুন ইংরেজ অধিনায় বলে দিলেন, বিরাট কোহলি আর স্টিভেন স্মিথই তাঁর প্রেরণা। ইংল্যান্ডের স্টাইলিস ব্যাটসম্যান জো রুট বলেছেন, 'বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথকে দেখুন। ওরা দু'জনই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর কী সুন্দরভাবে সব সামলাচ্ছে। নিজেদের এবং দলের পারফরম্যান্স, বিশেষ করে ক্রিকেটকেই অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।'

Updated By: Feb 17, 2017, 12:35 PM IST
বিরাট আর স্মিথই তাঁর প্রেরণা, জানালেন নতুন ইংরেজ অধিনায়ক জো রুট

ওয়েব ডেস্ক: সদ্য অ্যালিস্টার কুকের পরিবর্তে ইংল্যান্ড টেস্ট দলের নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন জো রুট। সবার কাছেই বিষয়টা প্রত্যাশিত ছিল। আর নতুন ইংরেজ অধিনায় বলে দিলেন, বিরাট কোহলি আর স্টিভেন স্মিথই তাঁর প্রেরণা। ইংল্যান্ডের স্টাইলিস ব্যাটসম্যান জো রুট বলেছেন, 'বিরাট কোহলি এবং স্টিভেন স্মিথকে দেখুন। ওরা দু'জনই অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর কী সুন্দরভাবে সব সামলাচ্ছে। নিজেদের এবং দলের পারফরম্যান্স, বিশেষ করে ক্রিকেটকেই অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে।'

আরও পড়ুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টেস্ট জিতলেই বিরাটরা কত টাকা পাবেন জানেন?

জো রুট আরও বলেছেন, 'ছেলেবেলা থেকেই প্রত্যেক বাচ্চাই চায়, সে যেন বড় হয়ে ইংল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারে। আমিও এর ব্যতিক্রম নই। ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে পারাটা দারুণ সম্মাণ। আমি দারুণ সূযোগ পেয়েছি, নিজের ক্ষমতাকে সকলের সামনে তুলে ধরার।'

আরও পড়ুনবাইশ গজের পর এবার নেট দুনিয়ায় ঝড় তুললেন মহেন্দ্র সিং ধোনি

.