বেকায়দায় বিরাট-সৌরভ! দু'জনের বিরুদ্ধে নোটিস জারি আদালতের
নোটিশে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন সম্পর্কে তারকার কিছু জানেন না।
নিজস্ব প্রতিবেদন: বেকায়দায় বিরাট কোহলি। সঙ্গে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও। অনলাইন ফ্যান্টাসি গেমের বিজ্ঞাপনের জন্য মাদ্রাজ হাইকোর্টের তরফে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে নোটিস জারি করা হল।
নোটিশে বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন সম্পর্কে তারকার কিছু জানেন না। শুধুমাত্র নিজেদের মুনাফার কথাই চিন্তা করে। ক্রিকেটারদের পাশাপাশি বেশ কয়েকজন রুপোলি পর্দার তারকাদের বিরুদ্ধেও এই নোটিস জারি করা হয়েছে। তালিকায় রয়েছেন প্রকাশ রাজ, তামান্না ভাটিয়া, রানা এবং সুদীপ খান।
মহম্মদ রিজভি নামে এক আইনজীবী এই মামলাটি দাখিল করেছেন। যেখানে তিনি বলেছেন বেশ কয়েকজন তরুণ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এই সমস্ত অ্যাপে টাকা হেরে।এগুলো অবিলম্বে বন্ধ করা উচিত বলেও জানান তিনি।
প্রসঙ্গতঃ জুলাই মাসেই অনলাইন গ্যামলিং বা জুয়াকে প্রচারের অভিযোগে ভারত অধিনায়কের বিরুদ্ধে আদালতে আবেদন দাখিল করেন চেন্নাইয়ের এক আইনজীবী। অনলাইন জুয়ায় অনেক টাকা দেনা হয়ে যাওয়ায় এক তরুণ আত্মহত্যা করেন। তার প্রেক্ষিতেই মাদ্রাজ হাইকোর্টে আবেদন দাখিল করেন ওই আইনজীবী।
আরও পড়ুন - আলবিদা! ক্রিকেট থেকে সন্ন্যাস নিলেন ওয়াটসন