আইসিসির টি-টোয়েন্টি সেরা তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট

আইসিসির টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের  RANKING-এ শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে আইসিসি RANKING-এ দুই নম্বরে উঠে এল ভারত। আইসিসির ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি RANKING-এ শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ফলে কোহলির ভারত আইসিসি RANKING-এ একধাপ উঠে চলে এল দুই নম্বর স্থানে।  

Updated By: Feb 3, 2017, 08:38 AM IST
 আইসিসির টি-টোয়েন্টি সেরা তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট

ওয়েব ডেস্ক: আইসিসির টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের  RANKING-এ শীর্ষস্থান ধরে রাখলেন বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে আইসিসি RANKING-এ দুই নম্বরে উঠে এল ভারত। আইসিসির ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি RANKING-এ শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট কোহলি। আর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ফলে কোহলির ভারত আইসিসি RANKING-এ একধাপ উঠে চলে এল দুই নম্বর স্থানে।  

আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ফিঞ্চ

এই মূহুর্তে টেস্ট ক্রিকেটে আইসিসির ব্যাটসম্যানদের ক্রমতালিকায় দুই নম্বরে আছেন বিরাট। আর তিন নম্বরে আছেন একদিনের ক্রিকেটে। বিরাট কোহলি একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই প্রথম পাঁচের মধ্যে আছেন। টি-টোয়েন্টিতে আইসিসির বোলারদের RANKING-এ দু নম্বর স্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার যশপ্রীত বুমরাও।

আরও পড়ুন  বড় ধাক্কা বাংলাদেশের, ভারতের বিরুদ্ধে টেস্টে নেই মুস্তাফিজুর

 

.