এবার বাইশ গজে ব্যাট হাতে একসঙ্গে বিরাট কোহলি-মিতালি রাজ!
কোনও কল্পনার ক্রিকেট ম্যাচ নয়। বাস্তবেই এমনটা হতে চলেছে এবার।
নিজস্ব প্রতিবেদন : বিরাট কোহলির সঙ্গে ব্য়াট করতে নামলেন মিতালি রাজ। ব্যাট হাতে বিরাট আর নন স্ট্রাইকিং এন্ডে মিতালি। অন্যদিকে একই দলের জার্সিতে নামতে দেখা গেল হরমনপ্রীত কৌর আর যুজবেন্দ্র চাহলকে। না, কোনও কল্পনার ক্রিকেট ম্যাচ নয়। বাস্তবেই এমনটা হতে চলেছে এবার।
মহিলাদের টি-টোয়েন্টি লিগ নিয়ে বেশ কয়েকবছর ধরেই সরব হতে দেখা গিয়েছে মিতালি, হরমনপ্রীতদের। আইপিএল মরশুমেই এবার একটি পানীয় সংস্থার প্রচারে একসঙ্গে দেখা গেল বিরাট-মিতালি-হরমনপ্রীতদের। উপলক্ষ্য পুরুষ-মহিলা ক্রিকেটারদের নিয়ে একটি মিক্সড জেন্ডার ক্রিকেট ম্যাচের। মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি প্রদশর্ণী ম্যাচের আয়োজন করতে চলেছে ওই পানীয় সংস্থাটি। ইতিমধ্যেই সেই বিজ্ঞাপণটি পোস্টও করেছেন হরমনপ্রীত কৌর।
It’s time to shatter all the stereotypes when it comes to women’s sport. That is exactly why I’m joining hands with @rcgameforlife and saying #ChallengeAccepted. Let's show our support for the first ever mixed-gender T20 match: https://t.co/dclgVmwL1N. pic.twitter.com/F9tHGpJ9Wz
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) April 2, 2019
ভারতীয় মহিলা ক্রিকেট দল আর আরসিবি ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে মিক্সড জেন্ডার টি-টোয়েন্টি ম্যাচটি। ম্যাচের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি।
আরও পড়ুন - IPL 2019, MIvCSK: আজ ওয়াংখেড়েতে মুম্বইয়ের সামনে চেন্নাই চ্যালেঞ্জ