মোহালিতে বিরাট ব্যাটে প্রোটিয়া বধ টিম ইন্ডিয়ার
রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে।
নিজস্ব প্রতিবেদন: মোহালিতে দুরন্ত জয় দিয়েই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরু করল টিম ইন্ডিয়া। অধিনায়ক বিরাট কোহলির অপরাজিত ৭২ রানে ভর করে ৭ উইকেটে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
1-0 #TeamIndia wrap the 2nd T20I by 7 wickets #INDvSA @paytm pic.twitter.com/GW0FBddf3k
— BCCI (@BCCI) September 18, 2019
প্রোটিয়াদের ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। তবে দুই ছক্কায় ১২ রান করে সাজঘরে ফিরলেন রোহলিত। এরপর মাঠে নামেন অধিনায়ক বিরাট কোহলি। ৫২ বলে অপরাজিত ৭২ রান করে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৩১ বলে ৪০ রান করে ডাগ আউটে ফেরেন শিখর ধাওয়ান। বলা ভাল দুরন্ত ক্যাচ ধরে ডেভিড মিলার গব্বরকে প্যাভিলিয়নে ফিরতে বাধ্য করেন। ফের ব্যর্থ ঋষভ পন্থ। করলেন মাত্র ৪ রান। তবে শেষ দিকে ১৬ রানে অপরাজিত থাকেন শ্রেয়স আইয়ার। এক ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় টিম কোহলি।
বুধবার মোহালিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডি'ককের ৫২ এবং টেম্বা বভুমার ৪৯ রানের সৌজন্যে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। নভদীপ সাইনির বলে দুরন্ত ক্যাচ ধরে ডি'কককে সাজঘরে ফেরান ক্যাপ্টেন কোহলি। বল হাতে এদিন নজর কাড়েন দীপক চাহর। ২২ রানে ২ উইকেট নেন তিনি।
আরও পড়ুন - বাবা হতে চলেছেন আন্দ্রে রাসেল, ব্যাট-বলে ভিডিয়ো বার্তায় জানালেন দ্রে-রাস
ধরমশালায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায়, তিন ম্যাচের সিরিজ এখন দুই ম্যাচের সিরিজ হয়ে গিয়েছে। মোহালিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে সহজ জয় পেল ভারত। সিরিজে ১-০ তে এগিয়ে। রবিবার টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বেঙ্গালুরুতে।