প্রথম ভারতীয় হিসেবে শতরানের হ্যাটট্রিক বিরাট কোহলির

আরও একটা শতরান করলেন বিরাট কোহলি। 

Updated By: Oct 27, 2018, 09:05 PM IST
প্রথম ভারতীয় হিসেবে শতরানের হ্যাটট্রিক বিরাট কোহলির

নিজস্ব প্রতিবেদন: মাঠে নামলেই সেঞ্চুরি হাঁকাচ্ছেন বিরাট কোহলি। শনিবার ভারত অধিনায়কের ব্যাট থেকে এল আরও একটা শতরান। চলতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিনটি ম্যাচেই পরপর একশোর গণ্ডি পারল করলেন কিং কোহলি। করলেন শতরানের হ্যাটট্রিক।

প্রথম ভারতীয় হিসেবে তিনটি ম্যাচে লাগাতার শতক হাঁকালেন বিরাট কোহলি। বিরাটের আগে রয়েছেন কুমার সঙ্গাকারা। শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটসম্যান ২০১৫ সালে লাগাতার চারটি শতরান করেছিলেন। একদিনের ক্রিকেটে এনিয়ে ৩৮ তম সেঞ্চুরি হয়ে গেল বিরাটের। সামনে শুধু সচিন রমেশ তেন্ডুলকর। ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে সচিনের। যে গতিতে বিরাট কোহলি এগোচ্ছেন, তাতে সচিনের রেকর্ড ভাঙা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে। ঘরের মাঠে এনিয়ে লাগাতার ৪টি শতরান হাঁকালেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির নিরিখে বিরাটের আগে রয়েছেন সচিন, রিকি পন্টিং ও সঙ্গাকারা। তবে শতরান পূর্ণ করার পর স্যামুয়েলসের বল পুল করতে গিয়ে আউট হন বিরাট কোহলি। ১০৭ রানে বিরাটের আউট বেকায়দায় ফেলেছে ভারতকে।

প্রথমে ব্যাট করে ২৮৩ রান তোলে উইন্ডিজ। উইন্ডিজ ব্যাটিংকে খাদের কিনারা থেকে টানেন সাই হোপ। তাঁর সংগ্রহে ৯৫ রান। ৪টি উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ। রান তাড়া করতে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মার উইকেট হারায়। এদিন কোহলিকে কেউই যোগ্য সঙ্গত দিতে পারেননি। নবাগত পন্থ থেকে ধোনি সকলেই হতাশ করেছেন। একদিনের দলে ধোনির ভবিষ্যত্ নিয়েও উঠে গেল প্রশ্ন। একেবারেই ফর্মে নেই প্রাক্তন ভারত অধিনায়ক। এদিনও অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা লাগালেন মাহি। একা কোহলিই টানলেন ভারতীয় ইনিংস। কিন্তু সবদিন কারও সমান যায় না, সেটাই হল কোহলির সঙ্গে। স্যামুয়েলসের বল এতটা নিচু হয়ে যাবে, তা ভাবতে পারেননি ভারত অধিনায়ক।           

আরও পড়ুন- ধুঁকছে উইন্ডিজ ব্যাটিং, বাদ পড়েই জাত চেনালেন ধোনি

 

.