Virat Kohli, IND vs AUS: 'যে ভালো ব্যাট করতে জানে না, সেই মারে এই শট'! সাফ কথা কোহলির

'আমরা এরকম প্রচুর শট মেরেছি। এরকম অনেক প্লেয়ারই ছিল, যারা শুধু লাপ্পা শটই নিতে জানত। শুধুই স্লগ ওভার মিড-উইকেট। লাপ্পা শট মেরে কোনও ব্যাটার আউট হয়ে গেল, যেটা দেখা দলের জন্য অত্যন্ত হতাশাজনক। প্রকৃত ক্রিকেটীয় শট খেলে আউট হওয়া মানা যায়।'

Updated By: Sep 20, 2022, 04:17 PM IST
Virat Kohli, IND vs AUS: 'যে ভালো ব্যাট করতে জানে না, সেই মারে এই শট'! সাফ কথা কোহলির
সাফ কথা কোহলির

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ঘড়ির কাঁটা পিছন দিকে ঘুরিয়ে ফিরে গেলেন গলি ক্রিকেটের সময়ে। ভারতের প্রাক্তন অধিনায়ক ও বিশ্ববন্দিত ব্যাটার জানালেন যে, কাকে বলে 'লাপ্পা শট' (Lappa Shot)। এক ক্রীড়াপ্রস্তুতকারক সংস্থার হয়ে কোহলি হাজির ছিলেন প্রশ্নোত্তর পর্বে। সেখানেই কোহলিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, লাপ্পা শট কী? কোহলি বলেন, 'লাপ্পা হল স্লগ ওভার মিড-উইকেট। যে ভালো ব্যাট করতে জানে না, সেই মারে এই শট'। পাড়া ক্রিকেটের স্মৃতিচারণা করে কোহলি বলেন, 'আমরা এরকম প্রচুর শট মেরেছি। এরকম অনেক প্লেয়ারই ছিল, যারা শুধু লাপ্পা শটই নিতে জানত। শুধুই স্লগ ওভার মিড-উইকেট। লাপ্পা শট মেরে কোনও ব্যাটার আউট হয়ে গেল, যেটা দেখা দলের জন্য অত্যন্ত হতাশাজনক। প্রকৃত ক্রিকেটীয় শট খেলে আউট হওয়া মানা যায়।'

কিছুদিন আগে কোহলি ক্রিকেটে ব্যবহত গালিগালাজ নিয়েও কথা বলেছেন, কোহলিকে প্রশ্ন করা হয়েছিল, 'আপনি কত ভাল ক্রিকেটীয় গালিগুলি জানেন?' বাট্টা','বেবি ওভার' ও 'ট্রাই বল' নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি বলেন, 'বাট্টা একটি দেশি শব্দ চাকিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়।' কোহলি যখন টেনিস বলে রাস্তায় ক্রিকেট খেলতেন, তখন বহু বোলারই চাকিং করতেন। ভয়ংকর চাকিং যারা করে, তাদের ক্ষেত্রে বাট্টা বলা হয়ে থাকে। 'বেবি ওভার'-এর ক্ষেত্রে কোহলি জানাচ্ছেন, 'সকলেই বেবি ওভার শব্দটি ব্যবহার করে। দেখতে গেলে বেবি ওভার মানে, যে ওভারে তিন বল হয়। এমনকী ট্রাই বলও থাকে। যখন কোনও ব্যাটার প্রথম বলে আউট হয়ে যেত, তখন সে বলত এটি ট্রাই বল ছিল। আমি বেবি ওভার ম্যাচ খেলতাম।'

আরও পড়ুন: IND vs AUS, Virat Kohli: দ্রাবিড়কে টপকে বিরাট ইতিহাসের পথে কোহলি! শুধু সামনে থাকবেন কিংবদন্তি সচিন

সদ্যসমাপ্ত এশিয়া কাপেভারতের পারফরম্যান্স নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে ঠিকই। তবে কোহলিকে নিয়ে ওঠা সব প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে এই টুর্নামেন্টে। দুরন্ত ছন্দে ব্যাট করে কোহলি প্রমাণ করেছেন যে, কিংবদন্তিদের এভাবে মুছে ফেলা যায় না। অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপের আগে ফাইনাল টাচ-আপ দেওয়ার জন্য বিরাট ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ক্রিকেট খেলবেন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.