IND vs WI:তিরুবনন্তপুরমে হারের জন্য ফিল্ডিংকেই দুষলেন ক্যাপ্টেন কোহলি!

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিতলেও ফিল্ডিং ছিল খুব খারাপ মানের।

Updated By: Dec 9, 2019, 04:19 PM IST
IND vs WI:তিরুবনন্তপুরমে হারের জন্য ফিল্ডিংকেই দুষলেন ক্যাপ্টেন কোহলি!

নিজস্ব প্রতিবেদন:  হায়দরাবাদের পর তিরুবনন্তপুরম- টিম ইন্ডিয়ার খারাপ ফিল্ডিং অব্যাহত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হেরে খারাপ ফিল্ডিংকেই দায়ি করছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হায়দরাবাদে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারত জিতলেও ফিল্ডিং ছিল খুব খারাপ মানের। একের পর ক্যাচ মিসের বহর দেখা গেল ফ্লাডলাইটে। দ্বিতীয় ম্যাচেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। খারাপ ফিল্ডিং নিয়ে মুখ খুললেন খোদ ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, "আমরা খুব খারাপ ফিল্ডিং করছি।  দেখুন সেটা হলে, স্কোরবোর্ডে কোনও রানই যথেষ্ট নয়।  পর পর দুটো ম্যাচে আমরা খুব খারাপ ফিল্ডিং করেছি।"

আরও পড়ুন- সিমন্সের ব্যাটে ভর করে টি-২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

বিরাট আরও বলেন, " প্রথম চার ওভারে আমরা চাপ তৈরি করেছিলাম। তারপর এক ওভারে দুটো ক্যাচ পড়েছিল। এটা কিন্তু ভাবতেই পারছি না। ক্যাচ দুটো ধরতে পারলে হয়তো ম্যাচের মোড় ঘুরে যেত।  ওরা চাপে পড়ে যেত। ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সাহসী হতে হবে।"

আরও পড়ুন - বিশ্বফুটবলে চর্চায় ব্যাকহিলে সুয়ারেজের বিস্ময় গোল!

.