Virat Kohli | WTC Final 2023: এবার ব্রিটিশভূমে মহাযুদ্ধ, মঙ্গলে লন্ডনের উড়ানে ক্রিকেট উপাসক! বিরাটের সঙ্গী কারা?

Virat Kohli among eight Indian stars to leave for England on Tuesday for WTC final: বিরাট কোহলি আর বিন্দুমাত্র সময় নষ্ট করতে চান না। মহম্মদ সিরাজ ও আর অশ্বিনদের নিয়ে উড়ে যাচ্ছেন লন্ডনে। আগেভাগেই শুরু করে দেবেন ডব্লিউটিসি ফাইনালের প্রস্তুতি।  

Updated By: May 22, 2023, 06:51 PM IST
Virat Kohli | WTC Final 2023: এবার ব্রিটিশভূমে মহাযুদ্ধ, মঙ্গলে লন্ডনের উড়ানে ক্রিকেট উপাসক! বিরাটের সঙ্গী কারা?
কোহলি তৈরি মহাযুদ্ধের জন্য

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবারও আইপিএল ট্রফি ছুঁয়ে দেখা হল না বিরাট কোহলির (Virat Kohli)। আইপিএল ইতিহাসের সর্বাধিক রানশিকারিকে টুর্নামেন্টের ১৬ তম সংস্করণেও, ক্রিকেট বিধাতা ট্রফি থেকে দূরেই রাখলেন। এম চিন্নাস্বামীতে লিগের শেষ ম্যাচে বিরাটের ব্যাট থেকে এসেছিল দুরন্ত সেঞ্চুরি। তবুও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে জিততে পারেনি তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে আরসিবি-র (RCB) মহারথী আপাতত আইপিএলের হতাশা ভুলে সামনের দিকে তাকাতে চান। কোহলির পাখির চোখ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (World Test Championship Final 2023, WTC Final 2023)। আগামী ৭ জুন থেকে লন্ডনের ওভালে (The Oval) শুরু 'আল্টিমেট টেস্ট'। বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার লড়াইয়ে ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS)। কোহলি তাই আগেভাগেই চলে যাচ্ছেন অস্ট্রেলিয়া। সেখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি আরও বেশি করে নিজেকে অনুশীলনের জন্য সময় দিতে চান ক্রিকেট পূজারী।

জানা যাচ্ছে ভারতীয় দল তিন খেপে লন্ডনে উড়ে যাবে। যাঁদের আইপিএল শেষ হয়ে গিয়েছে, তাঁরা আপাতত বিরাটের সঙ্গে লন্ডনের বিমান ধরছেন মঙ্গলবার অর্থাৎ আগামিকাল। বিরাটের সঙ্গে বিমানে থাকছেন তাঁর আরসিবি সতীর্থ মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্য়াটেল, শার্দূল ঠাকুর, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট। বিরাটরা প্রথম ব্যাচ। দ্বিতীয় ব্যাচ আইপিএল প্লে-অফ শেষ হলেই ভারত ছাড়বে। তৃতীয় তথা শেষ ব্যাচ লন্ডনের বিমান ধরবে আইপিএল ফাইনালের (২৮ মে) পর। কেকেআরের উমেশ যাদব ও লখনউ সুপার জায়েন্টসের জয়দেব আইপিএলের মাঝপথেই চোট পেয়েছিলেন। তাঁরা চলে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। উমেশ ও জয়দেব এখন পুরো ফিট। তাঁরা এনসিএ থেকে ফিটনেস সার্টিফিকেট নিয়েই ধরবেন লন্ডনের বিমান। বিরাট-রোহিতরা বিশ্বযুদ্ধের আগে অস্ট্রেলিয়াতে প্রস্তুতি ম্যাচ খেলবেন। মুকেশ কুমারও আছেন স্ট্যান্ড বাই তালিকায়। তিনিও যাবেন লন্ডনে। 

বিরাট আইপিএলে ছিলেন আগুনে ফর্মে। ১৪ ম্যাচে করেছেন ৬৩৯ রান। ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরির সঙ্গেই তিনি করেছেন হাফ ডজন ফিফটিও। চলতি বছর ভারতের মাটিতে বিরাটের টেস্ট সেঞ্চুরির খরা কেটেছিল। বর্ডার-গাভাসকর ট্রফিতে আহমেদাবাদ টেস্টে কোহলির ২৮ নম্বর সেঞ্চুরি এসেছিল। ১২০৫ দিনের প্রতীক্ষার অবসান ঘটে টেস্ট শতরানের। টেস্টের বিশ্বযুদ্ধে বিরাটের ব্যাট আগুন জ্বালবে বলেই আশা করছেন ফ্যানরা। মনে রাখতে হবে। ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই শেষ। এরপর ভারত আর কোনও আইসিসি খেতাব জেতেনি। বিরাট-রোহিতরা এবার মরিয়া দেশকে আইসিসি খেতাব দিতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ১৫ সদস্যের পূর্বঘোষিত ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকট। (যদিও চোটের জন্য় ছিটকে গিয়েছেন কেএল রাহুল)

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.