তিন নম্বরে নেমে ষোল কলা পূর্ণ বিরাট কোহলির!

চেন্নাইতে বিরাটের কাঁধে ভর করেই দক্ষিণ আফ্রিকার সামনে ৩০০ রানের লক্ষ্য রাখল ভারত।

Updated By: Oct 22, 2015, 05:47 PM IST
তিন নম্বরে নেমে ষোল কলা পূর্ণ বিরাট কোহলির!

ওয়েব ডেস্ক: চেন্নাইতে বিরাটের কাঁধে ভর করেই দক্ষিণ আফ্রিকার সামনে ৩০০ রানের লক্ষ্য রাখল ভারত।
এ দিন টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। মাত্র ৩৫ রানের মধ্যেই দু উইকেট পড়ে যায় টিম ইন্ডিয়ার। খারাপ ফর্ম অব্যহত শিখর ধাওয়ানের। এদিনও করেন মাত্র ৭ রান। রোহিত আউট হয়ে যান ২১ রান করে। এরপর ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। রাহানে করেন ৪৫ রান। এদিন ফর্মে ফিরলেন সুরেশ রায়নাও। ৫২ বলে ৫৩ রানের মূল্যবান ইনিংস খেলেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার।
মহেন্দ্র সিং ধোনি অবশ্য শেষ দিকে নেমে রান পেলেন না। আউট হয়ে যান ১৫ রান করে।
কিন্তু বিরাটের ব্যাট যেদিন কথা বলছে, সেদিন বাকিদের যে খুব একটা দরকারও পড়ে না। বিরাট আউট হন, ১৪০ বলে ১৩৮ রানের ইনিংস খেলে। ৫০ ওভারে ভারত তোলে ৮ উইকেটে ২৯৯ রান।
এই নিয়ে একদিনের ম্যাচে ২৩ টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। আর তিন নম্বরে ব্যাট করতে নেমে করে ফেললেন ১৬টি সেঞ্চুরি। এই বিষয়ে তাঁর সামনে এখন শুধুই রিকি পন্টিং এবং কুমারা সঙ্গকারা। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি করে উইকেট নিলেন ডেল স্টেন এবং রাবাদা।

.