মাধ্যমিকের প্রশ্নপত্রে ১০ নম্বরের বিরাট
মঙ্গলবার রাজ্যে মাধ্যমিকে ছিল ইংরেজি পরীক্ষা। আর সেখানেই প্রশ্ন এসেছে ক্যাপ্টেন কোহলির জীবনী।
ওয়েব ডেস্ক: মাধ্যমিকের সিলেবাসে বিরাট কোহলির অন্তর্ভুক্তি হচ্ছে না। পরীক্ষার পশ্নপত্রে পাতা জুড়ে ভারত অধিনায়ক বিরাট কোহলি।
মঙ্গলবার রাজ্যে মাধ্যমিকে ছিল ইংরেজি পরীক্ষা। আর সেখানেই প্রশ্ন এসেছে ক্যাপ্টেন কোহলির জীবনী। প্রশ্নপত্রের ১৩ নম্বর পাতায় ৮ নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের পয়েন্টগুলি ব্যবহার করে বিরাট কোহলির জীবনী লেখ (১০০ শব্দের মধ্যে)...
*জন্ম- ৫ নভেম্বর, ১৯৮৮, দিল্লি
*বাবা- প্রেম কোহলি , আইনজীবী
*মা - সরোজ কোহলি, গৃহবধূ
*৩ বছর বয়স থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ
*৯ বছর বয়সে ওয়েস্ট দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তি
* ডান হাতি ব্যাটসম্যান, ডান হাতি মিডিয়াম পেসার, দুর্দান্ত ফিল্ডার
* টেস্ট অভিষেক ২০১১- ভারতীয় দলের অধিনায়ক ২০১৪
* টেস্টে ৫,০০০ র বেশি রান- একদিনের ক্রিকেটে ৮,০০০-র বেশি রান
* অর্জুন পুরস্কার পান -২০১৩
প্রশ্নের মান ১০ এবং সকল পরীক্ষার্থীর জন্য তা বাধ্যতামূলক। বাধ্যতামূলক বিরাটের জীবনী লিখতে খুব একটা অসুবিধে হয়নি পরীক্ষার্থীদেরও। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির জনপ্রিয়তা এই মুহূর্তে আকাশ ছোঁয়া। পরীক্ষার প্রশ্নপত্রে প্রায় খানিকটা অবাকই হয়েই বিরাটের জীবনী লিখে একটু হলেও ব্লাশ করছে মাধ্যমিকের পড়ুয়ারা।
আরও পড়ুন- কোহলির ব্যাটেই ভারতে খেলবেন বিরাটে মগ্ন ব্রিটিশ ক্রিকেটার