Vinesh Phogat | Paris Olympics 2024: সাবাশ ফাইটার, অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস 'দঙ্গল' কন্যা ভিনেশের, আসছেই সোনা বা রুপো!

সাবাশ ফাইটার!  অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিত। বুধবার ফাইনাল। সোনার লড়াইয়ের প্রতিপক্ষ  আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্ট।  

Updated By: Aug 6, 2024, 11:43 PM IST
Vinesh Phogat | Paris Olympics 2024: সাবাশ ফাইটার, অলিম্পিক্স ফাইনালে উঠে ইতিহাস 'দঙ্গল' কন্যা ভিনেশের, আসছেই সোনা বা রুপো!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনা কি আসবে? অপেক্ষা মাত্র ২৪ ঘণ্টার। তবে অলিম্পিক্সে ভারতের চতুর্থ পদক নিশ্চিত করে ফেললেন ভিনেশ ফোগট।  প্রথম ভারতীয় হিসেবে কুস্তির ফাইনালে 'দঙ্গল' কন্যা। ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কিউবার গুজ়মান লোপেজ়কে ইতিহাস গড়লেন তিনি।

আরও পড়ুন:  EXPLAINED | Manu Bhaker | Paris Olympics 2024: জিতেছেন জোড়া পদক, সব ইভেন্টও শেষ, দেশে না ফিরে কেন প্যারিসেই মনু?

আগের ম্যাচে জিতেছিলেন  ১০-০ ব্যবধানে। রীতিমতো আক্রমণাত্মক খেলছিলেন লোপেজ়। ফলে রক্ষণাত্মকভাবে শুরু করেন ভিনেশ। পয়েন্ট পাচ্ছিলেন না লোপেজ়। আবার তিনিও ভাল ডিফেন্স করছিলেন। সেকারণেই বেশ কয়েকবার প্রতিপক্ষকে  ফেলে দিলেও পয়েন্ট তুলতে পারেননি ভারতীয় কুস্তিগীরও। ম্যাচের বয়স তখন ৩ মিনিট। প্রথম পয়েন্ট পান ভিনেশ।

কুস্তির নিয়মে  দু'বার ৩০ ওয়ানিং পেলে  ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট তুলতে হয়। অলিম্পিক্সে সেমিফাইনালে সেটাই ঘটে  লোপেজ়ের ক্ষেত্রে। কিন্তু নির্ধারিত সময়ে পয়েন্ট তুলতে পারেননি। পেনাল্টি হিসেবে  ১ পয়েন্ট পান ভিনেশ। এরপর আবার একই পরিস্থিতিতে পড়েন তিনিও। ৩০ সেকেন্ডে পয়েন্ট তুলতে না পারলে, ১ পয়েন্ট পেয়ে যেতেন প্রতিপক্ষ। ৩০ সেকেন্ডে পয়েন্ট তুলে ৩-০ এগিয়ে যান ভিনেশ। 

এদিকে পিছিয়ে পড়ায় পয়েন্ট পেতেই হত লোপেজকে। সেই চেষ্টায় আরও ২ পয়েন্ট হারান তিনি। ৫-০ এগিয়ে যান ভিনেশ। শেষপর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি কিউবার কুস্তিগীর।  ৫-০ পয়েন্টে জিতে ফাইনালে ওঠেন ভিনেশ। বুধবার ফাইনাল। সোনার লড়াইয়ে প্রতিপক্ষ  আমেরিকার সারা অ্যান হিল্ডেব্রান্ট।

আরও পড়ুন:  Neeraj Chopra | Vinesh Phogat | Paris Olympics 2024: এক থ্রোয়ে ফাইনালে 'সোনার' ছেলে, পদকের স্বপ্ন দেখাচ্ছেন অবিশ্বাস্য ভিনেশ! তাঁদের ইভেন্ট কখন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.