সুষ্ঠুভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজনের অভিনব প্রস্তাব দিলেন প্রাক্তন নাইট তারকা

ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব একটা কঠিন নয়। স্লিপে দাঁড়ানোর ক্ষেত্রে দুজনের মধ্যে

Updated By: Apr 15, 2020, 07:11 PM IST
সুষ্ঠুভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজনের অভিনব প্রস্তাব দিলেন প্রাক্তন নাইট তারকা

নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে অভিনব প্রস্তাব প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্র্যাড হগের। করোনা পরবর্তী সময়ে ডনের দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া নিয়ে আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। ১৮ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা মেগা এই টুর্নামেন্ট। তবে নির্দিষ্ট সময়ে তা শুরু হবে কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। তবে বিশ্বকাপ বাতিল বা পিছোনর পক্ষে নন প্রাক্তন তারকা ব্র্যাড হগ।

 

বরং করোনা পরবর্তী সময়ে সুষ্ঠুভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য অভিনব প্রস্তাব দিচ্ছেন প্রাক্তন নাইট তারকা। হগের মতে, নির্দিষ্ট সময়ের এক বা  দেড় মাস আগেই সব দলকে অস্ট্রেলিয়া নিয়ে আসা উচিত। বিমানে ওঠার আগে সবার করোনা টেস্ট হওয়া বাধ্যতামূলক। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকবে, তাই চাটার্ড ফ্লাইটে অস্ট্রেলিয়ায় পৌঁছবে অংশগ্রহণকারী দেশগুলো। অস্ট্রেলিয়ায় পৌঁছাবার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর ফের সবার করোনা টেস্ট হবে। টেস্টের ফলাফল আসার পর মাঠে অনুশীলনে নামতে পারবেন ক্রিকেটাররা।

 

ব্র্যাড হগ এর মতে, ক্রিকেট মাঠে সামাজিক দূরত্ব বজায় রাখা খুব একটা কঠিন নয়। স্লিপে দাঁড়ানোর ক্ষেত্রে দুজনের মধ্যে ২মিটারের ব্যবধান রাখার নিয়ম বলবৎ করার প্রস্তাব দিচ্ছেন হগ। টিভির পর্দায় বিশ্বকাপ দেখা থেকে কোটি কোটি মানুষকে বঞ্চিত করার কোনও কারণ দেখছেন না ব্র্যাড হগ।

 

আরও পড়ুন - কোয়ারেন্টাইনে ফিটনেস ট্রেনিংয়ে ছেলে-মেয়ের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত সিআর সেভেন, ভাইরাল ভিডিয়ো

 

.