ট্র্যাককে বিদায় জানানোর পর বাবা হলেন উসেইন বোল্ট
দেশের প্রধানমহন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোশ্যাল মিডিয়া বোল্ট এবং তার স্ত্রী আর নবজাতককে শুভেচ্ছা জানিয়েছেন ।
নিজস্ব প্রতিবেদন : গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা। দেশে দেশে লকডাউন। তবে উদ্বেগজনক পরিস্থিতির মাঝেও খুশি হাওয়া বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের সংসারে । বিশ্বের কিংবদন্তি স্প্রিন্টার এই প্রথম বাবা হলেন । রবিবার বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন । হাসপাতাল সূত্রের খবর মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন ।
এদিকে বোল্টের বাবা হওয়ার খবরে জামাইকা জুড়ে আনন্দের জোয়ার । দেশের প্রধানমহন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোশ্যাল মিডিয়া বোল্ট এবং তার স্ত্রী আর নবজাতককে শুভেচ্ছা জানিয়েছেন । বোল্ট সুখবরটি জনসমক্ষে না আনলেও জামাইকার প্রধানমন্ত্রীর সৌজন্যে গোটা বিশ্ব বোল্টের বাবা হওয়ার খবর জেনে গিয়েছে।
Congratulations to our sprint legend Usain Bolt (@usainbolt) and Kasi Bennett on the arrival of their baby girl! pic.twitter.com/bheXPgU7Qd
— Andrew Holness (@AndrewHolnessJM) May 18, 2020
চলতি বছরের মার্চ মাসে বিশ্বের দ্রুততম মানুষটি তার বান্ধবী বেনেটের বেবিবাম্প সহ ছবি পোস্ট করে এইদিনটির জন্য অপেক্ষা করছিলেন ।
আরও পড়ুন : ফুটবলারের শরীরেরও করোনাভাইরাস, স্থগিত ইতালির সিরি এ লিগ