ট্র্যাককে বিদায় জানানোর পর বাবা হলেন উসেইন বোল্ট

দেশের প্রধানমহন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোশ্যাল মিডিয়া বোল্ট এবং তার স্ত্রী আর নবজাতককে শুভেচ্ছা জানিয়েছেন । 

Updated By: May 19, 2020, 07:07 PM IST
ট্র্যাককে বিদায় জানানোর পর বাবা হলেন উসেইন বোল্ট

নিজস্ব প্রতিবেদন : গোটা বিশ্বকে গ্রাস করেছে করোনা। দেশে দেশে লকডাউন। তবে উদ্বেগজনক পরিস্থিতির মাঝেও খুশি হাওয়া বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্টের সংসারে । বিশ্বের কিংবদন্তি স্প্রিন্টার এই প্রথম বাবা হলেন । রবিবার বোল্টের গার্লফ্রেন্ড কাসি বেনেট একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন । হাসপাতাল সূত্রের খবর মা এবং মেয়ে দুজনেই সুস্থ আছেন ।
এদিকে বোল্টের বাবা হওয়ার খবরে জামাইকা জুড়ে  আনন্দের জোয়ার । দেশের প্রধানমহন্ত্রী অ্যান্ড্রু হোলনেস সোশ্যাল মিডিয়া বোল্ট এবং তার স্ত্রী আর নবজাতককে শুভেচ্ছা জানিয়েছেন । বোল্ট সুখবরটি জনসমক্ষে না আনলেও জামাইকার প্রধানমন্ত্রীর সৌজন্যে গোটা বিশ্ব বোল্টের বাবা হওয়ার খবর জেনে গিয়েছে।

চলতি বছরের মার্চ মাসে বিশ্বের দ্রুততম মানুষটি তার বান্ধবী বেনেটের  বেবিবাম্প সহ ছবি পোস্ট করে এইদিনটির জন্য  অপেক্ষা করছিলেন ।

আরও পড়ুন : ফুটবলারের শরীরেরও করোনাভাইরাস, স্থগিত ইতালির সিরি এ লিগ

 

Tags:
.