ICC: বিশ্বকাপে খেলার স্বপ্নে নেমেছিলেন মাঠে, নির্বাসিত হয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে!

USA fast bowler Kyle Phillip suspended from bowling in international cricket: একেই বলি নিয়তির করুণ পরিহাস। বিশ্বকাপে খেলার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিলেন আমেরিকার ফাস্টবোলার কাইল ফিলিপ। কিন্তু অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নির্বাসিত হয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে!  

Updated By: Jun 23, 2023, 01:21 PM IST
ICC: বিশ্বকাপে খেলার স্বপ্নে নেমেছিলেন মাঠে, নির্বাসিত হয়ে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে!
কাইল ফিলিপ নির্বাসিত হয়ে গেলেন!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হায় রে ভাগ্য! আমেরিকার (United States, USA) ফাস্টবোলার কাইল ফিলিপের (Kyle Phillip) চোখে ছিল বিশ্বকাপ (ICC World Cup 2023) খেলার স্বপ্ন। কিন্তু মাঠে নেমে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই নির্বাসিত হয়ে গেলেন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য। সম্প্রতি কাইল জিম্বাবোয়েতে খেলেছেন বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের পরপর ম্যাচ। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেরিকার প্রথম ম্যাচেই, স্পিডস্টার কাইলের বোলিং অ্যাকশন সন্দেহজন বলে মনে হয়েছিল আইসিসি-র (ICC) ম্যাচ আধিকারিকদের। 

গত ১৮ জুন হারারেতে সেই ম্যাচ কাইল ৫৬ রানে তিন উইকেট নিয়েছিল। ম্যাচটি আমেরিকা ৩৯ রানে হেরে যায়। এরপর নেপালের বিরুদ্ধে ২০ জুন খেলেন কাইল। এরপর তিনি আর নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারেননি। আইসিসি-র আচরণবিধি লঙ্ঘনের জন্য কাইল দুই ম্যাচ নির্বাসিত হন। গত বৃহস্পতিবার কাইলের বদলে খেলেন আলি খান। কাইলের বোলিং অ্যাকশনের ভিডিয়ো ফুটেজ দেখে আইসিসি-র ইভেন্ট প্যানেল জানিয়ে দেয় যে, তা বৈধ নয়। এরপরেই কাইলের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে নেমে আসে সাসপেনশনের খাড়া। সন্দেহভাজন বোলিং অ্যাকশন পর্যালোচনা করে আইসিসির বিধিমালার ৬.৭ ধারায় নির্বাসিত হন কাইল। বোলিং অ্যাকশন শুধরেই মাঠে নামতে পারবেন ২৬ বছরের বোলার। আমেরিকার হয়ে পাঁচটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা কাইলের ঝুলিতে আছে হাফ ডজন উইকেট। তাঁর গড় ৪০.৮৩। ইকোনমি রেট ৬.০৪। লিস্ট এ ক্রিকেটে রয়েছে ডজন উইকেট। ২০২১ সালের সেপ্টেম্বরে কাইল প্রথম দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেন।

আরও পড়ুন: Highest Paid Cricketer Of All Time: তাঁর এক মাসেই উপার্জন ৬ কোটি! মোট সম্পত্তির পরিমাণ কত?

ঘটনাচক্রে আমেরিকার তিন ম্যাচ হেরে সুপার সিক্সে কোয়ালিফাই করার সুযোগ নষ্ট করে ফেলেছে। এই মহূর্তে টেবলে সবার নীচে তারা। নেট রান রেট-০.৭৮৯। এবারের মতো জো বাইডেনের দেশের বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গ হল। আগামী সোমবার আমেরিকা গ্রুপ 'এ'র শেষ ম্যাচে ক্রেগ আরভিনের জিম্বাবোয়ের বিরুদ্ধে নামবে। যা কার্যত নিয়মরক্ষার ম্যাচ হবে আমেরিকার জন্য়। এখন দেখার কাইল কবে নিজের অ্যাকশন বদলে ফিট সার্টিফিকেট নিয়ে ফের মাঠে নামতে পারেন। তাঁর সামনে গোটা জীবনটাই পড়ে রয়েছে খেলার জন্য়।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.