নেদারল্যান্ডসকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমেরিকা

এই নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে মোট চারবার বিশ্বকাপ জিতে নিল আমেরিকা।

Updated By: Jul 7, 2019, 11:32 PM IST
নেদারল্যান্ডসকে হারিয়ে মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন আমেরিকা

নিজস্ব প্রতিবেদন : প্রথমবার মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস। কিন্তু শেষরক্ষা হল না। ডাচদের হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে নিল আমেরিকা। ফ্রান্সের লিওঁতে রবিবার ২-০ গোলে জিতল মার্কিনি কন্যারা। 

ফ্রান্সের লিওঁতে মেগা ফাইনালে নেদারল্যান্ডস বনাম আমেরিকা ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই আট মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় আমেরিকা। বক্সের মধ্যে অ্যালেক্স মরগ্যানকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ৬১ মিনিটে স্পট কিক থেকে আমেরিকাকে এগিয়ে দেন মেগান র‌্যাপিনো।

আর ৬৯ মিনিটে জোরালো শটে রৌজ ল্যাভেলের গোলে স্কোরলাইন ২-০ করে, ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কোণঠাসা করে দেয় আমেরিকা। বাকি সময়ে ব্যবধান কমাতে ব্যর্থ ডাচরা। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়েন মরগ্যান-র‌্যাপিনোরা। এই নিয়ে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে মোট চারবার বিশ্বকাপ জিতে নিল আমেরিকা।

আরও পড়ুন - ICC World Cup 2019: বিশ্বকাপের মাঝেই শীর্ষস্থান হারাল ভারত! ব্যক্তিগত শীর্ষে বিরাট-বুমরাহ

.