দিল্লির সংঘর্ষ ব্যক্তিগত হিংসা, ভারত বুঝে নেবে, মোদীর পাশে ট্রাম্প
সিএএ বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে উত্তপ্ত দিল্লির একাংশ।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট ভারত সফর করছেন। ঠিক তখনই জ্বলছে দিল্লির একাংশ। সিএএ বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে রণক্ষেত্র দিল্লির একাধিক এলাকা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ১০ ছাড়িয়েছে। জখম শতাধিক। মার্কিন প্রেসিডেন্টের সাংবাদিক বৈঠকে স্বাভাবিকভাবেই উঠত দিল্লির প্রসঙ্গ। উঠলও। কিন্তু দিল্লির ঘটনা ব্যক্তিগত সংঘর্ষ বলে কার্যত এড়িয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে বলে দিলেন, ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদীর চেষ্টার উপরে তাঁর আস্থা রয়েছে।
সিএএ বিরোধী ও সমর্থনকারীদের সংঘর্ষে উত্তপ্ত দিল্লির একাংশ। সাংবাদিক বৈঠকে ওঠে সেই প্রসঙ্গ। এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে জানতে চান, ''দিল্লিতে হিংসা চলছে। দিল্লিতে হিংসা চলছে। মৃত্যু হয়েছে ৯ জনের। জখম একশোরও বেশি। দেশদ্রোহ আইন ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী মোদী আপনাকে কী বলেছেন?'' খুব সতর্ক জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ''হ্যাঁ, ধর্মীয় স্বাধীনতা নিয়ে আমাদের কথা হয়েছে। প্রধানমন্ত্রী মোদী দৃঢ়ভাবে ধর্মীয় স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন। ধর্মীয় স্বাধীনতার জন্য চেষ্টা চালাচ্ছে ভারত। আপনি যদি আগে দেখেন, আর এখন দেখেন, অন্য জায়গার দিকে তাকান, ওনারা খুব ভালো কাজ করছেন। ওনার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে। আমরা বিশ্বাস, প্রধানমন্ত্রী মোদীর সদিচ্ছা রয়েছে। দিল্লিতে ব্যক্তিগত হিংসার বিষয়ে শুনেছি। তবে এনিয়ে কথা হয়নি। এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার।''
#WATCH US President on Delhi violence & CAA: PM said he wants people to have religious freedom. I heard about individual attacks but I did not discuss it. It is up to India. pic.twitter.com/tk0LOOo1lJ
— ANI (@ANI) February 25, 2020
সিএএ নিয়ে তাঁর সঙ্গে নরেন্দ্র মোদীর কী কথা হয়েছে? ট্রাম্পের কাছে জানতে চান এক সাংবাদিক। মার্কিন প্রেসিডেন্ট বলেন,''এনিয়ে কোনও আলোচনা চাই না। এটা ভারতের উপরেই ছাড়তে চাই। আশা করি, নিজেদের নাগরিকদের জন্য সুচিন্তাই করবে ভারত।''
আরও পড়ুন- ছবি: সোনা-রুপোর থালা-বাটিতে ট্রাম্পকে রাজকীয় খাবার পরিবেশন রাষ্ট্রপতিভবনে