আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের ১৬ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে নামছেন নাদাল

Updated By: Sep 10, 2017, 11:00 PM IST
আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের ১৬ তম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে নামছেন নাদাল

ওয়েব ডেস্ক: আর্থার অ্যাশ স্টেডিয়ামে নিজের ষোলোতম গ্র্যান্ডস্লামের লক্ষ্যে নামছেন রাফা নাদাল। মেগা ফাইনালে স্প্যানিয়ার্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসন। চলতি মরসুমে এই নিয়ে তিনটে গ্র্যান্ডস্লামের ফাইনাল খেলতে নামছেন পনেরোটা গ্র্যান্ডস্লামের মালিক নাদাল। চারবারের সাক্ষাতে চারবারই অ্যান্ডারসনকে হারিয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। তা সত্বেও বিগ সার্ভার অ্যান্ডারসনের বিরুদ্ধে কাজটা সহজ হবে না বলেই মনে করছেন রাফা নাদাল।

আরও পড়ুন রবীন্দ্র জাদেজা এখন আর টেস্টে আইসিসি-র বিচারে সেরা বোলার নন

অন্যদিকে, ইউ এস ওপেনে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন হলেন স্লোয়েন স্টিফেন্স। পঞ্চম অবাছাই খেলোয়াড় হিসাবে মেগা ফাইনালে স্ট্রেট সেটে জেতেন আমেরিকান এই টেনিস তারকা। অল আমেরিকান ফাইনালে বন্ধু মেডিসন কেইসকে কার্যত দাঁড়াতেই দেননি স্টিফেন্স। আমেরিকান টেনিস তারকার এটা প্রথম গ্র্যান্ডস্লাম। পায়ের চোটের জন্য এগারো মাস কোর্টের বাইরে ছিলেন তিনি। এই জুলাইতেই কোর্টে ফেরেন তিনি। আর তার দেড়মাসের মধ্যেই আর্থার অ্যাশ স্টেডিয়ামে ইতিহাস গড়ে ফেললেন অবাছাই স্টিফেন্স।

আরও পড়ুন  সচিন তেন্ডুলকরের সবথেকে বড় ভক্তকে খুঁজে পেলেন ব্রেট লি!

 

.