India vs England: Siraj কে শান্ত করতে Kohli এগিয়ে আসছেন! ভেবেই অবাক Karthik

ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসনে মোহিত কার্তিক।

Updated By: Aug 13, 2021, 03:30 PM IST
India vs England: Siraj কে শান্ত করতে Kohli এগিয়ে আসছেন! ভেবেই অবাক Karthik

নিজস্ব প্রতিবেদন: ভারত-ইংল্যান্ড চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এক আগ্রাসী মহম্মদ সিরাজকে (Mohammad Siraj) দেখা যাচ্ছে। ইংরেজ ব্যাটসম্যানদের চোখে চোখে রেখে লড়াই করাই নয়, দেশের তরুণ পেসার একাধিকবার উত্তপ্ত বাক্য বিনিময়ও করেছেন বিপক্ষের সঙ্গে। সিরাজকে শান্ত করতে বারবার এগিয়ে এসেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। এই দৃশ্য দেখেই চমকেছেন ভারতের সিনিয়র উইকেটকিপার-ব্যাটসম্যান দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

দীনেশ দ্য টেলিগ্রাফে এই নিয়ে কথা বলছেন পাশাপাশি সিরাজেরও সমালোচনা করেছেন তিনি। কার্তিক বলেন, "আমার মনে হয় ব্যাটসম্যানকে আউট করিয়ে চুপ করানোর কোনও প্রয়োজন নেই সিরাজের। কারণ আউট করা মানেই বোলার যুদ্ধ জিতে নিয়েছে। সিরাজকে এটা শিখতে হবে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শুরুর দিকে। আমাদের ক'জনই বা ভাবতে পেরেছিল যে, সিরাজের মতো উত্তেজিত সতীর্থকে থামাতে বিরাট কোহলি এগিয়ে আসবে! কোহলির জন্যই সিরাজ ট্রেন্ট ব্রিজে নিজে সীমা অতিক্রম করেনি।"

আরও পড়ুন: দেখুন ভাইরাল ভিডিয়ো: সাংবাদিককে স্যালুট Rohit Sharma র! কিন্তু কেন?

ভারতীয় ক্রিকেটারদের আগ্রাসনে মোহিত কার্তিক। তিনি আরও বলেন, "যে ব্র্যান্ডের ক্রিকেট ভারত খেলছে, সেটা আমার ভাললাগছে। প্লেয়াররা মৌখিক যুদ্ধে জেতে ভীত নয়। সিরাজ, কেএল রাহুলরা যেটা করছে সেটা নতুন যুগের ভারত। লাইসেন্স রাখা বন্দুকধারীদের মতোই তাঁদের ব্যক্তিত্ব। আগ্রাসন বিভিন্ন ভাবে বেরিয়ে আসে। কোহলি, সিরাজ ও রাহুল মুখের ওপর বলে দেবে। রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানেরাও সেই পথেরই পথিক। কিন্তু তাঁদের আগ্রাসন অন্যরকম।" 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.