অ্যান্ডারসনের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ গুলের

ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তুললেন পাক পেসার উমর গুল। গত বছর পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে অ্যান্ডারসনকে বল ট্যাম্পারিং করতে দেখেছিলেন গুল। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের এই পেস বোলার। গুল বলেন বল বিকৃত করা কোন নতুন বিষয় নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দলের বোলারই এই কাজ করে থাকেন।

Updated By: Oct 2, 2011, 02:24 PM IST

ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে বল ট্যাম্পারিংয়ের অভিযোগ তুললেন পাক পেসার উমর গুল। গত বছর পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজে অ্যান্ডারসনকে বল ট্যাম্পারিং করতে দেখেছিলেন গুল। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের এই পেস বোলার। গুল বলেন বল বিকৃত করা কোন নতুন বিষয় নয়। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক দলের বোলারই এই কাজ করে থাকেন। কেউ বৈধ উপায়ে,আর কেউ আবার অবৈধ উপায়ে বলের বিকৃতি ঘটানোর কাজ করে থাকেন। শুধু অ্যান্ডারসনই নয় গুলের অভিযোগ ইংল্যান্ডের আর এক পেসার স্টুয়ার্ট ব্রডের বিরুদ্ধেও। গুল বলেছেন অ্যাসেজ সিরিজ চলাকালীন ব্রড বলের এক দিক বুট দিয়ে ঘযে ক্ষত তৈরি করেছিলেন। পুরনো বলে রিভার্স সুইং পাওয়ার জন্যই ব্রড এটা করেছিলেন বলে মনে করেন গুল। কিছুদিন আগেই আর এক পাক পেসার শোয়েব আখতার তাঁর আত্মজীবনীতে লিখেছেন, আইসিসির উচিত বল ট্যাম্পারিংকে  বৈধ ঘোষনা করা। শোয়েব আরও জানিয়েছিলেন পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বল ট্যাম্পারিং একটা স্বাভাবিক ব্যাপার। গুল অবশ্য এব্যাপারে শোয়েবের বিরুদ্ধেই মুখ খুলেছেন। তাঁর মতে বল ট্যাম্পারিংকে বৈধ ঘোষণা করলে আখেরে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হবে।

.