অল্পের জন্য রক্ষা

একটা ছবি হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এইভাবেই। তেমন কিছু নয়, আবার বিরাট কিছুও বটে। ক্রিকেট খেলাটা দিন দিন কেমন একটা মৃত্যুর খেলায় পরিণত হচ্ছে। ব্যাটে বলের লড়াইয়ে আঘাত যেমন আছে তেমন আছে মৃত্যুশঙ্কাও। ফিল হিউজের স্মৃতি! এখনও স্কোর বোর্ডে ৬৪* দেখলেই ব্যাগি গ্রিন টুপিটা ভেসে ওঠে। ভেসে ওঠে একটাই মুখ। সাবলীল আর বিধ্বংসী ব্যাটিংয়ে হঠাৎ একটা বাউন্সার জীবন কেড়ে নিতে পারে! কলকাতাও সাক্ষী থেকেছে এমন মর্মান্তিক ঘটনার। মাথায় বলের আঘাতে মৃত্যু ক্রিকেটারের। ফিল হিউজকে 'খুন' করেছে ওই লাল রঙের ক্রিকেট বল। 

Updated By: Aug 1, 2016, 08:20 PM IST
অল্পের জন্য রক্ষা

ওয়েব ডেস্ক: একটা ছবি হঠাৎ করে ভাইরাল হয়ে যায় এইভাবেই। তেমন কিছু নয়, আবার বিরাট কিছুও বটে। ক্রিকেট খেলাটা দিন দিন কেমন একটা মৃত্যুর খেলায় পরিণত হচ্ছে। ব্যাটে বলের লড়াইয়ে আঘাত যেমন আছে তেমন আছে মৃত্যুশঙ্কাও। ফিল হিউজের স্মৃতি! এখনও স্কোর বোর্ডে ৬৪* দেখলেই ব্যাগি গ্রিন টুপিটা ভেসে ওঠে। ভেসে ওঠে একটাই মুখ। সাবলীল আর বিধ্বংসী ব্যাটিংয়ে হঠাৎ একটা বাউন্সার জীবন কেড়ে নিতে পারে! কলকাতাও সাক্ষী থেকেছে এমন মর্মান্তিক ঘটনার। মাথায় বলের আঘাতে মৃত্যু ক্রিকেটারের। ফিল হিউজকে 'খুন' করেছে ওই লাল রঙের ক্রিকেট বল। 

ক্রিকেটে এই মৃত্যুশঙ্কা দিন দিন বাড়ছেই। গতি। তীব্রতা। চোখের পলকে ক্রিকেট বলটা মুখের সামনে, উপায় কী? হেলমেট। মাথা বাঁচাতে হেলমেট। শুধু ব্যাটসম্যান বা ফিল্ডাররাই হেলমেট পরে ২২ গজে নামেন না, এখন আম্পায়ারাও হেলমেট নিয়ে মাঠে নামেন। আর একটু অসাবধান হলেই একেবারে মৃত্যুর মুখে। 

মহিলাদের সুপার লিগের খেলায় ক্যামেরাবন্দি হল এমনই এক মুহূর্ত। দেখুন- 

 

.