উমেশ যাদবের সেই ছক্কাটার কথা মনে আছে? (ভিডিও)
রবিবার পুনেতে পীযুষ চাওলার আউটের পর যখন ক্রিজে সুনীল নারিন নামলেন তখন কেকেআর-এর জয়ের জন্য দরকার ছিল ৪ বলে ৫ রান, হাতে দু উইকেট। অনেকেই ভেবেছিলেন, উমেশ যাদব আর কী করবেন?ধারাভাষ্যকারদের গলাতেও ছিল তেমন কথা। উমেশ যাদবকে দশ কিংবা এগারো নম্বরেই ব্যাট করতে দেখা যায়। আন্তরজার্তিক ক্রিকেটে উমেশের ব্যাটিং গড় ৭। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ১২৮ অপরাজিত।
ওয়েব ডেস্ক: রবিবার পুনেতে পীযুষ চাওলার আউটের পর যখন ক্রিজে সুনীল নারিন নামলেন তখন কেকেআর-এর জয়ের জন্য দরকার ছিল ৪ বলে ৫ রান, হাতে দু উইকেট। অনেকেই ভেবেছিলেন, উমেশ যাদব আর কী করবেন?ধারাভাষ্যকারদের গলাতেও ছিল তেমন কথা। উমেশ যাদবকে দশ কিংবা এগারো নম্বরেই ব্যাট করতে দেখা যায়। আন্তরজার্তিক ক্রিকেটে উমেশের ব্যাটিং গড় ৭। তবে ঘরোয়া ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ১২৮ অপরাজিত।
সেই উমেশের ব্যাটিং নৈপুণ্য নাটকয়ী কায়দায় কেকেআর-কে জিতিয়ে দিল। পেরেরার বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়ে আনলেন উমেশ। স্বাভাবিকভাবেই সোশ্যাল মিডিয়ায় উমেশের এই ছক্কা আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। কিন্তু উমেশের আরও একটা ছক্কার কথা আপনার মনে আছে কী! মনে থাকার কথা নয়। তবে রবিবারের মহানাটকীয় ছক্কার পর ২০১১ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের কথা মনে পড়ে যায়। সেই টেস্টে ক্লার্কের অস্ট্রেলিয়ার কাছে ভারত হেরেছিল ১২২ রানে। সেই টেস্টের চতুর্থ দিনে বিশাল বড় মাঠ মেলবোর্নে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে উমেশ দারুণ একটা ছক্কা হাঁকিয়ে ছিলেন।
দেখুন সেই ছক্কাটি