UEFA EURO 2020: Perisic র গোলে পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া
রাশিয়া বিশ্বকাপে রানার্স ক্রোয়েশিয়ার মধ্যে এবার সেই আগুনটা দেখা যাচ্ছে না।
নিজস্ব প্রতিবেদন: গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে শুক্রবার ‘ডি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও চেক প্রজাতন্ত্র। ১-১ গোলে ড্র করে পরের রাউন্ডের আশা জিইয়ে রাখল ক্রোয়েশিয়া। এদিন প্রথমার্ধে প্যাট্রিক শিকের গোলে চেকরা এগিয়ে গিয়েছিল। দ্বিতীয়ার্ধে ইভান পেরিসিচের গোলে সমতায় ফেরে ক্রোটরা।
এদিন প্রথমার্ধের ৩৫ মিনিটেই চেকরা এগিয়ে যায়। ডেজান লভরেন বক্সরে মধ্যে প্যাট্রিক শিককে আটকাতে গিয়ে কনুই দিয়ে তাঁর গলায় ধাক্কা দেন। ভিডিও অ্যাসিস্টান্ট রেফারি অর্থাৎ ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি পেনাল্টি দেন। শিক বুলেট শটে দলকে এগিয়ে দেন। শিক তাঁর দলের হয়ে ইউরোতে তিনটি গোলই করলেন। ২০০৪ সালের ইউরো কাপে মিলান বারোসের পর কোনও চেক ফুটবলার হিসেবে শিক এই নজির গড়লেন বড় টুর্নামেন্টে।
Croatia & Czech Republic share the points after Ivan Perišić's second-half leveller.
Who will qualify? #EURO2020 | #CRO | #CZE
(@EURO2020) June 18, 2021
আরও পড়ুন: UEFA EURO 2020: স্লোভাকিয়াকে হারিয়ে নক আউটের আশা উজ্জ্বল করল সুইডেন
বিরতির পর খেলা শুরু হওয়ার ২ মিনিটের মধ্যে ক্রোয়েশিয়ার বিশ্বস্ত যোদ্ধা পেরিসিচ গোল করে দলকে সমতায় ফেরান। পেরিসিচ তাঁর দেশের হয়ে শেষ চারটি বড় টুর্নামেন্টেই গোল পেয়েছেন। ২০১৪ বিশ্বকাপ, ইউরো ২০১৬, ২০১৮ বিশ্বকাপ ও এরপর চলতি ইউরোতেও গোল পেলেন। ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে পেরিসিচ চারটি আলাদা বড় টুর্নামেন্টে গোল করার নজির গড়লেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)