মাইলস্টোন ম্যাচে মেসি ম্যাজিক, গোল করলেন লিও
ঘরের মাঠে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হলো বার্সাকে।
নিজস্ব প্রতিবেদন: বুধবার রাতে ইউরোপীয় প্রতিযোগিতায় ১৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। আর মাইলস্টোন ম্যাচেও মেসি ম্যাজিক। ইউরোপীয় প্রতিযোগিতায় নিজের দেড়শো তম ম্যাচটি স্মরণীয় করে রাখলেন আর্জেন্টাইন সুপারস্টার।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বুধবার রাতে নূ ক্যাম্পে ইউক্রেনের দল ডায়ানামো কিয়েভের বিরুদ্ধে মাঠে নেমেছিল বার্সেলোনা। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন লিওনেল মেসি। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ৭১ গোল হয়ে গেল মেসির। যা এখন পর্যন্ত রেকর্ড।
oup stage goals for Leo Messi. A #UCL record pic.twitter.com/8hw3UKWv8q
— UEFA Champions League (@ChampionsLeague) November 4, 2020
তবে ঘরের মাঠে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হলো বার্সাকে। করোনা ভাইরাসের কারণে দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও কঠিন লড়াই করতে হল মেসি-পিকেদের। তবে দুই গোলকিপারের লড়াই এদিন বেশ জমে উঠেছিল। ইউক্রেনের দলটিকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর আরও কাছাকাছি চলে গেল রোনাল্ড কোম্যানের দল। ইউরোপ সেরার আসরে চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয় পেল বার্সেলোনা।
আরও পড়ুন- ক্যাপ্টেন কোহলি ৩২, জন্মদিনে কোহলিকে 'বিরাট' শুভেচ্ছা