Champions League 2020-21: বায়ার্ন, লিভারপুল, ম্যান সিটির জয়, হার রিয়ালের
তবে লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচেই হারল।
নিজস্ব প্রতিবেদন: উয়েফা চাম্পিয়নস লিগে বড় জয় দিয়েই অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল। তবে লা লিগা জয়ী রিয়াল মাদ্রিদ প্রথম ম্যাচেই হারল।
RESULTS
Goals, goals and more goals!
Shakhtar, Bayern & Atalanta claim big wins
Who impressed you most?#UCL
— UEFA Champions League (@ChampionsLeague) October 21, 2020
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এ-র ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারালো বায়ার্ন মিউনিখ। স্প্যানিশ দলটির বিরুদ্ধে বায়ার্নের হয়ে গোল করলেন কিংসলে কোমান, গোরেত্সকা এবং টোলিসো।
#UCL pic.twitter.com/K5dZTJMjCL
— UEFA Champions League (@ChampionsLeague) October 21, 2020
গ্রুপ সি-এর ম্যাচে এফসি পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। ৩-১ গোলে জেতে পেপ গুয়ার্দিওয়ালার দল। সিটির হয়ে গোলগুলি করেন আগুয়েরো, গুন্দোগান এবং টোরেস।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ ডি-এর ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে নেমেছিল ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। ১-০ গোলে ম্যাচটি জেতে য়ুর্গেন ক্লপের দল। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি করেন তাগলিয়াফিকো।
চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-বি-এর ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেৎস্কের কাছে ৩-২ গোলে হেরে যায় জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন - ব্যাট হাতে কনের সাজে ওয়েডিং ফটোশুটে ঝড় তুললেন সানজিদা