ব্রিটিশ বিস্ময় বালকের হ্যাটট্রিকে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

Updated By: Oct 25, 2017, 07:53 PM IST
ব্রিটিশ বিস্ময় বালকের হ্যাটট্রিকে স্বপ্নভঙ্গ ব্রাজিলের, যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদন: ব্রাজিলকে ৩-১ গোলে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে উঠল ইংল্যান্ড। ম্যাচের নায়ক ১৭ বছর বয়সী তারকা রিয়ান ব্রিউস্টার। 

সাম্বা স্বপ্নের অপমৃত্যুর দায় একজনই! আর ব্রিউস্টার। দুঃস্বপ্নের নাম রিয়ান ব্রিউস্টার। খেলা শুরুর প্রথম দশ মিনিটেই সেলেকাওদের কফিন বন্দি করেন এই তরুণ তুর্কি। ব্রিউস্টারের প্রথম গোল খেলা শুরুর ১০ মিনিটেই। এগিয়ে যায় ইংল্যান্ড। ২১ মিনিটের মাথায় লড়াইয়ে ফিরে খেলার সমতা আনেন ব্রাজিল নায়ক ওয়েসলে। সবে ব্রাজিল জয়ের স্বপ্নের ফানুস কলকাতার যুবভারতী থেকে ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরের উদ্দেশে রওনা দিয়েইছিল, হঠাৎ ঝোড়ো হাওয়ায় ফের বেসামাল সেলেকাওরা। ফের রিয়ান ব্রিউস্টার ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করলেন।  আর কফিনে শেষ পেরেক পোঁতা হল খেলার একেবারে শেষ মুহূর্তে। ৭৭ মিনিটে ব্রিটিশ বিস্ময় বালকের পায়েই ধুলিসাত্ ব্রাজিলের বিশ্বজয়ের। রিয়ান ব্রিউস্টারের হ্যাট্রিকে গঙ্গায় নিরঞ্জিত হল ব্রাজিলের যুব বিশ্বকাপ জয়ের স্বপ্ন। 

এই রবিবাসরীয় সাম্বা সঙ্গীতে উন্মাদ হয়েছিল কলকাতা। কানায় কানায় ৬০ হাজার দর্শক যখন একসঙ্গে সিংহ গর্জন করছিল, ওরা ভয় পেয়েছিল। সেদিন বেলো হরিজেন্টের ৭-১ গোলে হারের বদলা নিয়েছিল ওয়েসলে, পাওলিনহোরা। পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে এনেছিল যুবরা। কোয়ার্টার ফাইনালে জার্মান বধের বিজয় উল্লাসে ব্রাজিল তারকাদের সঙ্গে আনন্দধারায় মেতেছিল যুবভারতীও। ৭২ ঘণ্টার ফারাক। উল্টে গেল ছবিটা। সেলেকাওদের স্বপ্নভঙ্গে কাঁদল কলকাতা। যুব বিশ্বকাপের আবিষ্কার ইংল্যান্ডের রিয়ান ব্রিউস্টারের দ্বিতীয় হ্যাটট্রিকেই স্বপ্ন ভাঙল ব্রাজিলীয়দের।

খেলার ফলাফল: ব্রাজিল -১ ইংল্যান্ড - ৩
বল পজিশন: ব্রাজিল -৫৮% ইংল্যান্ড - ৪২ % 
ম্যাচের নায়ক: রিয়ান ব্রিউস্টার (ইংল্যান্ড)

 

.