IPL শুরুর আগেই আমিরশাহিতে গড়াপেটার ছায়া! দুই ক্রিকেটারকে নির্বাসিত করল ICC

আইসিসি-র দুর্নীতি দমন নীতি ভঙ্গের অভিযোগে আমিরশাহির ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Sep 14, 2020, 02:20 PM IST
IPL শুরুর আগেই আমিরশাহিতে গড়াপেটার ছায়া! দুই ক্রিকেটারকে নির্বাসিত করল ICC
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন :  শনিবার থেকে আমিরশাহিতে শুরু আইপিএল। করোনার ধাক্কায় এবার ভারতের বদলে সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে ক্রোড়পতি লিগের আসর। এদিকে আমিরশাহিতে আইপিএল শুরুর সপ্তাহ খানেক আগেই আমিরশাহির দুই ক্রিকেটারকে নির্বাসিত করল আইসিসি।

আইসিসি-র দুর্নীতি দমন নীতি ভঙ্গের অভিযোগে আমিরশাহির ওই দুই ক্রিকেটারকে নির্বাসনে পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। দুর্নীতি দমন বিধির পাঁচদফা নিয়ম ভেঙেছেন আমির হায়াত ও আশফাক আহমেদ নামে দুই ক্রিকেটার। আমিরশাহির দুই ক্রিকেটারের বিরুদ্ধে বুকিদের থেকে অর্থের বিনিময়ে ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার প্রস্তাব পাওয়ার পর তা  গোপন করার অভিযোগ রয়েছে।

 

ক্রিকেটকে গড়াপেটার কালো ছায়া থেকে দূরে রাখতে আইসিসি-র দুর্নীতি দমন শাখা ভীষণভাবে তৎপর। এই একই অভিযোগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানকে নির্বাসিত করতে পিছপা হয়নি আইসিসি। আমিরশাহির দুই ক্রিকেটারকে ওই একই অভিযোগে নির্বাসিত করল আইসিসি।

এছাড়া দুই ক্রিকেটারের বিরুদ্ধে ৭৫০ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের আর্থিক উপহার গ্রহণের অভিযোগ রয়েছে। বুকিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেও তা আইসিসি-র দুর্নীতি দমন শাখায় না জানানোর মতো অভিযোগ উঠেছে ওই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। এমিরেটস ক্রিকেট বোর্ড আগেই আশফাককে নির্বাসিত করেছে। এবার আইসিসি দুই ক্রিকেটারকে প্রাথমিকভাবে নির্বাসনে পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে দিল। আইসিসি-র এই শাস্তির বিরুদ্ধে ১৪ দিনের মধ্যে ক্রিকেটাররা নিজেদের নির্দোষ প্রমাণ করার সুযোগ পাবেন।

 

আরও পড়ুন -   "... খুব মিস করছি", আইপিএল শুরুর আগে আবেগঘন শামি

.