Shoaib Akhtar | Virat Kohli: এক শব্দে কোহলিকে বোঝাতে বলেছিলেন ফ্যান! আখতারের উত্তর চমকে দেবে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোয়েব আখতার (Shoaib Akhtar) তাঁর আসন্ন বায়োপিকের টিজার প্রকাশ করেই জানিয়ে দিয়েছেন যে, এবার তাঁর জীবন ফুটে উঠবে পর্দায়। এই ঘোষণার পরেই পাকিস্তানের প্রাক্তন কিংবদন্তি পেসার ট্যুইটারে আধ ঘণ্টার প্রশ্নোত্তর  পর্বের আয়োজন করেছিলেন। সেখানেই এই ফ্যান আখতারকে বলেছিলেন এক শব্দে বিরাট কোহলির (Virat Kohli) ব্যাখ্যা দিতে। যার উত্তরে 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' লেখেন, "লেজেন্ড অলরেডি"! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় "ইতিমধ্যেই কিংবদন্তি"। 

আধুনিক ক্রিকেটের 'ব্যাটিং মায়েস্ত্রো'দের তালিকা বানাতে হলে কোহলিরনাম রাখতেই হবে। সচিন তেন্ডুলকরের পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং নক্ষত্র তিনি। কিন্তু সেই বিরাটই আজ বাইশ গজে বিচরণ করছেন শুধু অতীতের ছায়া হয়ে। সেঞ্চুরি তো দূর অস্ত, বিরাটের ব্যাটে হাফ-সেঞ্চুরিও আজ বিরল দৃশ্য। স্বভাবতই বিরাটকে নিয়ে সর্বত্র আলোচনা তুঙ্গে। বিরাটের ব্যাটে কেন বড় রান নেই,কোথায় হচ্ছে ঠিক সমস্যা! এটাই যেন হয়ে গিয়েছে আন্তর্জাতিক ইস্যু। কেউ বলছেন বিশ্রাম নিক বিরাট, আবার কেউ বলছেন বিরাটকে এবার বসানো হোক দল থেকে! কিছুদিন আগে কোহলির সমর্থনে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন আখতার।

আখতার তাঁর ইউটিউব চ্যানেলে বলেছিলেন, "চারপাশে কোহলিকে নিয়ে প্রচুর সমালোচনা কানে আসছে আমার। লোকজন আমাকে বলছে যে, কোহলি শেষ হয়ে গিয়েছে। ও আর কিছু করতে পারবে না। আমি তাদের বলছি বিগত ১০ বছরে কোহলিই গ্রেটেস্ট। বিগত ১-২ বছর হতে পারে ও হয়তো ভাল খেলছে না, এই নয় যে ও রান করছে না। আমি বুঝতে পারি না, কোহলিকে বসানোর কথা লোকজন ভাবেই বা কী করে! আমি কপিল দেবকে সম্মান করি। ওঁর মতামত ও রেখেছে। উনি কিংবদন্তি। বলতেই পারেন। কিন্তু আর কেউ সেকথা বলতে পারে না। আমি পাকিস্তানি হয়ে কোহলিকে সমর্থন করি। ৭০টি সেঞ্চুরি করা ছোট ব্যাপার নয়। শুধুমাত্র কোনও গ্রেট প্লেয়ারই পারে।" 

কোহলি ও আখতার ভিন প্রজন্মের দুই মহারথী। আখতার অত্যন্ত ঠোঁট-কাটা চরিত্রেরই এক ক্রিকেটার। কোনও কিছু বলতে তিনি দু'বার ভাবেন না। সেখানে তিনিও বুঝিয়ে দিলেন যে, কোহলি ঠিক কোন মানের। বারবার আখতার বুঝিয়ে দিচ্ছেন যে, কোহলির প্রতি তাঁর সম্মান কোন জায়গায়।

আরও পড়ুন: Pranati Nayak | CWG 2022 : কমনওয়েলথ গেমসে প্রণতির অস্ত্র সুকাহারা ৭২০

আরও পড়ুনQuinton de Kock: তিন ফরম্যাটের ক্রিকেটে সায় নেই ডি ককেরও! করে দিলেন বড় মন্তব্য

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

English Title: 
Twitter user asks Shoaib Akhtar to describe Virat Kohli in one word
News Source: 
Home Title: 

এক শব্দে কোহলিকে বোঝাতে বলেছিলেন ফ্যান! আখতারের উত্তর চমকে দেবে

Shoaib Akhtar | Virat Kohli: এক শব্দে কোহলিকে বোঝাতে বলেছিলেন ফ্যান! আখতারের উত্তর চমকে দেবে
Caption: 
কোহলিকে আখতারের ভূয়সী প্রশংসা
Yes
Is Blog?: 
No
Section: