নেইমারের চোট নিয়ে টুইটারে শোকের পাহাড়, ফেসবুকে কাঁদো কাঁদো মুখ

নেইমারের চোট নিয়ে টুইটারে শোকের পাহাড়, ফুসবুকে কাঁদো কাঁদো মুখ

Updated By: Jul 5, 2014, 06:36 PM IST

--------------------------------------------------------
ব্রাজিল বিশ্বকাপে আর দেখতে পাওয়া যাবে না নেইমারের জাদু। বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকার বিদায়ে বিষাদের ছায়া ফুটবল বিশ্বে। ফেসবুক আর টুইটারে নেইমারকে সমবেদনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন মেসি-বালেতোলি-র বিশ্বখ্যাত ফুটবলার-রা।

নেইমার চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই রীতিমত বিষাদের ছায়া ব্রাজিল জুড়ে। শুধু ব্রাজিল বললে ভুল হবে। গোটা ফুটবল দুনিয়া ব্যথিত। ব্রাজিলীয় এই স্ট্রাইকারের চোটের খবর ছড়িয়ে পড়তেই ফেসবুক ও টুইটারে সমবেদনা জানিয়ে বার্তা পাঠাতে শুরু করেন বিভিন্ন দেশের ফুটবলাররা।

আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি ফেসবুকে জানিয়েছেন, " নেইমার, আমি আশা করব তুমি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবে`।

ইতালির মারিও বালেতোলি টুইট করে জানিয়েছেন, " ভাই আমি তোমার পাশে আছি। ধৈর্য হারাবে না`।
ব্রাজিলের রাষ্ট্রপতি দিলমা রোসেফ বলেছেন, " আমরা সকলে তোমার পাশে আছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো।`

ব্রাজিলের প্রাক্তন ফুটবলার কাকা টুইট করে বলেছেন, " ভাই নেইমার আমি অত্যন্ত মর্মাহত। আমি, আমার পরিবার সহ সারা বিশ্ব তোমার দ্রুত আরোগ্য কামনা করি`।

ফেসবুকে ফ্রেড জানিয়েছেন, " নেইমার তুমি চোট পেয়ে ছিটকে গেলেও এখনও আমাদের দলের শক্তি তুমিই। ভগ্ন হূদয়ে বলতে হচ্ছে আমরা তোমার জন্যই নতুন উদ্যমে ঝাঁপাবো কাপ জয়ের জন্য`।

জার্মানির মিডফিল্ডার ওজিলও সমবেদনা জানিয়েছেন। তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন নেইমারের।

.