করোনাকে ডোন্ট কেয়ার! তুর্কমেনিস্তানে শুরু হল বন্ধ ফুটবল লিগ

এই লিগ চালু করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে। কারন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে

Updated By: Apr 20, 2020, 08:19 PM IST
করোনাকে ডোন্ট কেয়ার! তুর্কমেনিস্তানে শুরু হল বন্ধ ফুটবল লিগ

নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসে বিশ্ব জুড়ে মহামারী। মৃতের প্রায় দু'লক্ষের কাছাকাছি। বিশ্ব জুড়ে লকডাউন। আর লকডাউনের জন্য বিশ্বের মেগা খেলাধূলার ইভেন্ট বন্ধ। স্তব্ধ বিশ্ব ফুটবল। তার মধ্যেই করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে মাঠে শ'পাঁচেক দর্শক নিয়ে তুর্কমেনিস্তানে শুরু হয়ে গেল ফুটবল মরশুম।

 

মার্চ মাসে বিশ্বজুড়ে করোনা ভাইরাস যখন মহামারীর আকার নিতে শুরু করে তখন তুর্কমেনিস্তানে আট দলের ফুটবল লিগ স্থগিত করে দেওয়া হয়েছিল। কিন্তু মাসখানেক যেতেই মহাসমারোহে শুরু হয়ে গেল বন্ধ থাকা তুর্কমেনিস্তানের ফুটবল লিগ।

এই লিগ চালু করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের পূর্ণ সমর্থন রয়েছে। কারন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দেশে করোনা আক্রান্তের সংখ্যা শূণ্য। সেই কারণে এখানে ভয়ের কিছু নেই। উল্লেখ করা যায় গত মার্চে তিনটি ম্যাচ হওয়ার পর আট দলের লিগ স্থগিত করে দেওয়া হয়েছিল। মাসখানেক সমস্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখার পর প্রশাসনের সম্মতিতে শুরু এখানকার ফুটবল লিগ।

মাসখানেক বাদে আবার লিগ শুরু হওয়ার ফলে মাঠে উপস্থিত ছিল প্রায় শ পাঁচেক দর্শক। কম বেশি করোনাতে আক্রান্ত গোটা বিশ্ব । এই অবস্থায় কোন দেশ কিভাবে তা মোকাবিলা করবে তাদের  বিষয়। তবে পৃথিবী জুড়ে যে মহামারী শুরু হয়েছে । সবাই এর মোকাবিলায় নিজেদের একসূত্রে বেঁধেছে । সেই জায়গায় তুর্কমেনিস্তানের এই আচরণ বিশ্ব জুড়ে সমালোচনার মুখে।

 

আরও পড়ুন - নতুন মরশুমে, পুরনো ক্লাবে যাওয়া আটকাতে আসরে নামল নেইমারের বর্তমান ক্লাব

.