Turkey Earthquake 2023: ভূমিকম্পের দৌরাত্ম্যে প্রাণ হারালেন গোলকিপার ইউপ তুরকাসলান
তুরকাসলানের স্ত্রী অবশ্য জীবিত। তাঁকেও উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে তুরকাসলান ইয়েনি মালাতইয়াস্পোরে যোগ দিয়েছিলেন। ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেন তিনি। যিনি দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচাতেন, যাঁর গ্লাভস জোড়া আশ্বস্ত করত দলকে, সেই তিনিই প্রকৃতির এক ছোবলেই হারিয়ে গেলেন চিরদিনের জন্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোড়া গ্লাভস হাতে মাঠে নেমে একাধিক ম্যাচে দলের পতন রোধ করেছেন। তবে এবার নিজেকে আগলে রাখতে পারলেন না। তুরস্কে ভূমিকম্পের (Turkey Earthquake 2023) কাছে হারলেন মানলেন দৌরাত্ম্যের কাছে। ধ্বংস্তস্তূপের ভিতরে চাপা পড়ে মাত্র ২৯ বছর বয়সে প্রাণ হারালেন গোলকিপার ইউপ তুরকাসলান (Ahmet Eyup Turkaslan)। তুরস্কের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইয়েনি মালাতইয়াস্পোরের (Yeni Malatyaspor) খেলতেন তিনি। স্বভাবতই তাঁর মৃত্যুর খবরে গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে ক্রিশ্চিয়ান আতসুকে (Christian Atsu) নিয়ে উদ্বেগ বাড়ছিল। ধ্বংসস্তূপের ভিতরে আটকে পড়েছিলেন তিনি। কিন্তু সবাইকে আশ্বস্ত করে মঙ্গলবার জানা যায় যে, ঘানার (Ghana) জাতীয় দলের ফুটবলার জীবিত আছেন। তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। যদিও আতসুর পায়ে চোট রয়েছে। তাঁকে পাঠানো হয়েছে হাসপাতালে। আতসুকে নিয়ে স্বস্তির মধ্যেই নতুন করে বিষাদের খবর তুরস্কে। ভয়াবহ ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন সেদেশেরই গোলকিপার ইউপ তুরকাসলান।
— Yeni Malatyaspor (@YMSkulubu) February 7, 2023
ইয়েনি মালাতইয়াস্পোর (Yeni Malatyaspor) ক্লাবের তরফ থেকে টুইটারে গোলকিপারের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। লেখা হয়েছে, 'ভূমিকম্পে আমাদের গোলকিপার ইউপ তুরকাসলান প্রাণ হারিয়েছে। রেস্ট ইন পিস। আমরা তোমাকে কোনওদিন ভুলব না। খুব ভাল মানুষ তুমি।'
তুরকাসলানের স্ত্রী অবশ্য জীবিত। তাঁকেও উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে তুরকাসলান ইয়েনি মালাতইয়াস্পোরে যোগ দিয়েছিলেন। ক্লাবের হয়ে ৬টি ম্যাচ খেলেন তিনি। যিনি দলকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচাতেন, যাঁর গ্লাভস জোড়া আশ্বস্ত করত দলকে, সেই তিনিই প্রকৃতির এক ছোবলেই হারিয়ে গেলেন চিরদিনের জন্য।
গত ৩৬ ঘণ্টায় একাধিক বার ভূমিকম্প হয়েছে তুরস্কে। সেই দেশের হাতাই প্রদেশের বিমানবন্দরে বিপর্যয়ের ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের চাপে আড়াআড়ি ভাবে ওই বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরেছে। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সোমবারের ভূমিকম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সোমবার স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক।