Ravi Shastri: শামির বিরিয়ানি বাদ, সিরাজ খেতে পারেন দু'বার! রায় শাস্ত্রীর
শামি-সিরাজের বিরিয়ানি প্রেমের কথা খুব ভাল ভাবেই জানেন তাঁদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এদিন শামি-সিরাজকে ইদের শুভেচ্ছা জানালেন শাস্ত্রী।
নিজস্ব প্রতিবেদন: দেশ জুড়ে পালিত হচ্ছে খুশির পবিত্র ইদ (Eid Mubarak 2022)। বিশেষ দিনে ধর্মপ্রাণ মুসলিমরা মেতেছেন উৎসবে। ইদের দাওয়াত বা খাওয়ারের অবিচ্ছেদ্য অঙ্গ বিরিয়ানি (Biryani)। ভারতীয় দলের দুই পেসার মহম্মদ শামি (Mohammed Shami) ও মহম্মদ সিরাজ (Mohammed Siraj) বিরিয়ানি অন্তপ্রাণ।
শামি-সিরাজের বিরিয়ানি প্রেমের কথা খুব ভাল ভাবেই জানেন তাঁদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। এদিন শামি-সিরাজকে ইদের শুভেচ্ছা জানালেন শাস্ত্রী। তবে তার সঙ্গেই মিশিয়ে দিলেন টুইস্ট। শাস্ত্রী বলছেন আজ অর্থাৎ মঙ্গলবার শামির বিরিয়ানি বাদ, তবে সিরাজের চলতে পারে ডাবল বিরিয়ানি। শাস্ত্রী লিখলেন, "ইদ মোবারক আমার ডাবল ট্রাবল! শামি আজ ম্যাচ আছে। বিরিয়ানি বাদ। সিরাজ তুই দু'বার খেতে পারিস।"
(@RaviShastriOfc) May 3, 2022
ঘটনাচক্রে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে এদিন মাঠে নামবে শীর্ষে থাকা গুজরাত টাইটান্স (Gujarat Titans)। শামি খেলছেন গুজরাতের হয়ে। টিমের তারকা পেসারের ম্যাচের আগে বিরিয়ানি খাওয়া ঠিক হবে না বলেই শাস্ত্রী এমন পরামর্শ দিলেন। অন্যদিকে সিরাজ খেলছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। আরসিবি-র ম্যাচ আগামিকাল সিএসকে-র বিরুদ্ধে। ফলে সিরাজকে দু'বার খেতে বললেন শাস্ত্রী।
আরও পড়ুন: Eid Mubarak 2022: Rashid Khan-দের সঙ্গে খুশির ঈদ পালন করলেন Mohammed Shami
আরও পড়ুন: Eid Mubarak 2022: MS Dhoni-র মুখে বিরিয়ানি-সিমুই, ঈদ পালন করল Chennai Super Kings