ক্রিকেটে 'ট্রিগার মুভমেন্ট' কি হয়, জানেন?
ওয়েব ডেস্ক: ক্রিকেট কতটা আধুনিক? আদ্যিকালের ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং এখন আর আগের মত নেই, এটা নিশ্চয়ই আর আলাদা করে বলে দিতে হবে না। ক্রিকেট এখন ক্রমশ ছোট আর আনন্দদায়ক হওয়ার দিকে অগ্রসর হয়েছে। বাজারের প্রচলিত ভাষায় যাকে বলা হয়, 'কমার্শিয়ালাইজেশন অব ক্রিকেট'। আর এতেই ক্রিকেটের সংজ্ঞারও বিবর্তন হয়েছে, শুধু তাই নয় বদলেছে ক্রিকেটের ব্যাকরণও। আগে যেমনভাবে ব্যাটিং-বোলিং হত তার আমুল পরিবর্তন হয়েছে। এমনই এক পরিবর্তন এসেছে ব্যাটিংয়ে। ব্যাটিং স্টান্টে এসেছে এমন এক বিবর্তন যেখানে ব্যাটসম্যান একটি স্টান্ট থেকে অন্য একটি স্টান্টে চলে আসেন সেকেন্ডের মধ্যেই। ক্রিকেটের ব্যাকরণ বইতে যাকে বলা হয় 'ট্রিগার মুভমেন্ট'। বোলার বোলিং ডেলিভারির আগেই ব্যাটসম্যান তাঁর পূর্ব নির্ধারিত স্টান্ট থেকে চলে আসেন আরেকটি স্টান্টেই। আর গোটাটাই হয় ফুট মুভমেন্টের ওপর। 'ব্যাক ফুট' আর 'ফ্রন্ট ফুট', এই দুইয়ের পরিবর্তন করেই ব্যাটসম্যানরা বোলারদের গতিবিধিকে কখনও পাল্টে দেন আবার কখনও ইয়র্কারকেও হাফভলি করে ব্যাটিং করেন। তবে উল্টো দিকটাও আছে। অনেক সময় ব্যাক ফুটে স্টান্ট নিয়ে উইকেটও খোয়াতে হয়েছে ব্যাটসম্যানকে।
পৃথিবীর সর্বকালের সেরা অল রাউন্ডার জ্যাক ক্যালিসও 'ট্রিগার মুভমেন্ট' নিতেন। সচিন টেন্ডুল্কারও একসময় ফ্রন্ট ফুটের ওপর 'ট্রিগার মুভমেন্ট' নিতেন। এছাড়াও মারকুটে পিটারসন, রক্ষণশীল শিব নারায়ণ চন্দ্র পল, ' হিরো অব ক্যারিবিয়ান ক্রিকেট' লারাও 'ট্রিগার মুভমেন্ট' নিতেন। বর্তমান সময়েও দেখা যাচ্ছে এই 'ট্রিগার মুভমেন্ট'-কে অনুসরণ করার ছবি। এবি ডিভিলিয়ার্স, হাসিম আমলা, স্টিভেন স্মিথরা 'ট্রিগার মুভমেন্ট' নেন।