ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত প্রাক্তন লঙ্কান পেসার!

এখন দোষ প্রমাণের পর কী ধরনের শাস্তি হবে, তা জানাবে আইসিসি।

Updated By: Nov 20, 2020, 06:32 PM IST
ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত প্রাক্তন লঙ্কান পেসার!
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রমাণ হল শ্রীলঙ্কার প্রাক্তন পেসার নুয়ান জয়সার বিরুদ্ধে। দু'বছর আগে তাঁর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। আইসিসির দুর্নীতি দমন শাখার তিন নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে জয়সাকে। অভিযোগ ওঠা মাত্রই তাঁকে নির্বাসিত করা হয়। এখন দোষ প্রমাণের পর তাঁর কী ধরনের শাস্তি হবে, তা জানাবে আইসিসি।

 

প্রসঙ্গত শ্রীলঙ্কা তৃতীয় প্রাক্তন ক্রিকেটার যিনি ম্যাচ গড়াপেটার দায়ে দোষী সাব্যস্ত হলেন। এর আগে সনত্ জয়সূর্য এবং জয়ন্ডা ওয়ার্নাবীরা ম্যাচ গড়াপেটার দায়ে নির্বাসিত হন। সংযুক্ত আরব আমিরশাহিতে এক টুর্নামেন্টে  গড়াপেটার অভিযোগ ওঠে জয়সার বিরুদ্ধে। তখন তিনি বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। ক্রিকেট দুর্নীতিতে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে থাকা দেশের নাম শ্রীলঙ্কা এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
 

 

আরও পড়ুন - ন্যূনতম বয়স কত হলে কেউ আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবে? আইসিসি-র সিদ্ধান্তে হইচই  

.