বিশ্বজুড়ে করনো আতঙ্কের মধ্যেই সামনে এল টোকিও অলিম্পিকের নতুন দিনক্ষণ

২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হলেও অলিম্পিক মশালে 'Tokyo 2020' তকমাই থাকবে। এবং এই অলিম্পিক মশাল ২০২১ সাল পর্যন্ত আশার আলো হয়ে জ্বলবে।

Updated By: Mar 30, 2020, 05:53 PM IST
বিশ্বজুড়ে করনো আতঙ্কের মধ্যেই সামনে এল টোকিও অলিম্পিকের নতুন দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদন:  করোনাভাইরাস নিয়ে আতঙ্কের আবহে কয়েকদিন আগে ২০২১ সাল পর্যন্ত অলিম্পিক পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। টোকিও অলিম্পিক পিছিয়ে দেওয়া প্রসঙ্গে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) এবং জাপানের অলিম্পিক আয়োজক কমিটি (Japan’s Olympic organizing committee) যৌথ বিবৃতিতে জানায়, অ্যাথলিটদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। এরই মধ্যে সামনে এল ২০২১ সালে টোকিও অলিম্পিকের নতুন দিনক্ষণ।

জাপানের স্থানীয় মিডিয়ার খবর অনুযায়ী পরের বছর ২৩ জুলাই শুরু হবে অলিম্পিক। ৮ অগাস্ট পর্যন্ত চলবে টোকিও অলিম্পিক। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আর টোকিও অলিম্পিকের আয়োজকদের সঙ্গে বৈঠকের পর নতুন সূচি ঠিক হয়েছে।

২০২১ সালে অলিম্পিক অনুষ্ঠিত হলেও অলিম্পিক মশালে 'Tokyo 2020' তকমাই থাকবে। এবং এই অলিম্পিক মশাল ২০২১ সাল পর্যন্ত আশার আলো হয়ে জ্বলবে। ১২৪ বছরের ইতিহাসে এই প্রথম ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে পিছিয়ে গেল অলিম্পিক। এর আগে ১৯১৬ ও ১৯৪০ সালে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ হয়েছিল এই প্রতিযোগিতা। ১৮৯৬ সালে শুরু হয়েছিল আধুনিক অলিম্পিক।

আরও পড়ুন - করোনা মোকাবিলায় সীমান্ত বন্ধের সিদ্ধান্ত অস্ট্রেলিয়া সরকারের, অনিশ্চিত ভারতের অস্ট্রেলিয়া সফর!

.