Tokyo Olympics 2020: জার্মানির কাছে হকিতে হার ভারতের
পারলেন না রানি রামপালরা!
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) চতুর্থ দিনের ভারতীয় মহিলা হকি দল মুখোমুখি হয়েছিল জার্মানির। সোমবার জার্মানরা ২-০ গোলে হারল রানি রামপালের ভারতকে।
A spirited performance from the Indian Women's team but it just wasn't enough.
We go again on Wednesday. #GERvIND #IndiaKaGame #TokyoTogether #Tokyo2020 #HockeyInvites #WeAreTeamIndia #Hockey pic.twitter.com/Bn4O918Vox
(@TheHockeyIndia) July 26, 2021
এদিন প্রথম কোয়ার্টারে পেনাল্টিতে গোল করে জার্মানিকে ১-০ এগিয়ে দেন দলের অধিনায়ক নাইক লোরেঞ্জ। তৃতীয় কোয়ার্টারে অ্যানে স্ক্রোডার দ্বিতীয় গোল করেন। তবে এদিন ভারত পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হয়। কিন্তু ভারত এদিন লড়াই করেছে। যা তারিফযোগ্য।
গতকাল ভারতের পুরুষ দলকে লজ্জাজনক হারের সাক্ষী থাকতে হয়েছিল। বিশ্বের এক নম্বর অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। অজিরা ৭-১ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ভারতকে!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)