Tokyo Olympics 2020: জল্পনার অবসান, ৫০ শতাংশ দর্শক নিয়েই অলিম্পিক্স, প্রয়োজনে ক্লোজড ডোর ইভেন্ট
দর্শক নিয়ে অলিম্পিক্স হবে নাকি ফাঁকা স্টেডিয়ামে চলবে খেলা, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বিভিন্ন মহলে।
নিজস্ব প্রতিবেদন: করোনা (COVID-19) বিধ্বস্ত জাপানেই হচ্ছে টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics 2020) । আগামী ২৩ জুলাই থেকে ৮ অগাস্ট পর্যন্ত চলবে 'গ্রেটেস্ট শো অন আর্থ'। যেহেতু কোভিড আবহে অলিম্পিক্স হচ্ছে সেহেতু অলিম্পিক্সের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছেন ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে ইভেন্ট। প্রয়োজনে দরজা বন্ধ করেই চলতে পারে খেলা। দর্শক নিয়ে অলিম্পিক্স হবে নাকি ফাঁকা স্টেডিয়ামে চলবে খেলা, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল বিভিন্ন মহলে। অবশেষে জল্পনার অবসান হলো সোমবার, ঠিক উদ্বোধনী অনুষ্ঠানের এক সপ্তাহ আগে।
এদিন অলিম্পিক্সের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে দর্শক সংখ্যায় রাশ টানার কথা।" সামাজিক অনুষ্ঠানে সরকারি নিষেধাজ্ঞার কথা মাথায় রেখে অলিম্পিক্স ৫০ শতাংশ দর্শক নিয়েই হবে। সর্বোচ্চ ১০ হাজার দর্শককে প্রতিটি ভেন্যুতে খেলা দেখার অনুমতি দেওয়া হবে।" টোকিওর গর্ভনর ইউরিকো কোইকে বলছেন, "যদি কোভিড সংক্রামণের সংখ্যায় বিরাট কিছু পরিবর্তন ঘটে যায় আগামী দিনে তাহলে আমরা আবার এই বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে চিন্তাভাবনা করে দেখব। তেমন হলে আমাদের বিনা দর্শকেই বন্ধ দরজায় অলিম্পিক্স করতে হতে পারে।"
আরও পড়ুন: Tokyo Olympics: ভারতের অলিম্পিক্স মশালে জ্বালানি দিল BCCI, ১০ কোটি টাকা দিচ্ছে Sourav অ্যান্ড কোং
The spectator limit for the Olympic Games will be set at 50% of venue capacity, up to a maximum of 10,000 people at all venues.
For more information on what was agreed upon at today's five-party meeting: https://t.co/On7tfGKidm
(@Tokyo2020) June 21, 2021
গতকালই খবর পাওয়া গিয়েছে যে, উগান্ডা অলিম্পিক টিমের এক সদস্য জাপানে পা রেখেই করোনা সংক্রামিত হয়েছেন। ফলে তাঁর আর এবারের মতো অলিম্পিক্স খেলা হবে না। জাপানে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে। স্বাস্থ্য পরিকাঠামোও রীতিমতো উদ্বেগজনক এখন। করোনার ভয়ে চলতি মাসের শুরুর দিকেই অলিম্পিক্সের ৮০ হাজার নথিভুক্ত স্বেচ্ছাসেবকের মধ্যে ১০ হাজার স্বেচ্ছাসেবক নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। তাসত্ত্বেও অলিম্পিক্স হচ্ছে জাপানেই।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)