Tokyo Olympics 2020: স্বপ্ন দেখাচ্ছেন Sharath Kamal, পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে

অনবদ্য পারফরম্যান্স শরথ কমলের

Updated By: Jul 26, 2021, 10:46 AM IST
Tokyo Olympics 2020: স্বপ্ন দেখাচ্ছেন Sharath Kamal, পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে

নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিক্সের চতুর্থ দিনের সকালে টেবিল টেনিসের পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ড ছিল। সোমবার ভারতের স্টার প্যাডলার শরথ কমল (Sharath Kamal) মুখোমুখি হয়েছিলেন পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়ার।

শরথ দুরন্ত খেলে ৪-২ ব্যবধানে জিতে পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে। শরথ প্রথম গেম হেরেও দুরন্ত প্রত্যাবর্তনে ফিরে এসে ম্যাচ বার করে নেন।

আরও পড়ুন:Tokyo 2020: তীরন্দাজির কোয়ার্টার ফাইনালে ভারত, এবার লড়াই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে

এদিন শরথ জিতলেও টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে সুতীর্থা মুখোপাধ্যায় হেরে যান। মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পর্তুগালের ফু ইউ-র বিরুদ্ধে ৩-১১, ৩-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে হারলেন সুতীর্থা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.