Tokyo Olympics 2020: বক্সিংয়ের শেষ আটে ভারতের Satish Kumar, পদক থেকে এক ধাপ দূরে
ভারতে যে এবার বক্সিংয়ে দারুণ ছাপ রাখছে তা আর বলার অপেক্ষা রাখে না।
নিজস্ব প্রতিবেদন: বক্সিংয়ে ভারতের পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। বৃহস্পতিবার ভারতের সতীশ কুমার ( Satish Kumar) পৌঁছে গেলেন শেষ আটে। ছেলেদের সুপার হেভিওয়েট (৯১+ কেজি) বিভাগের শেষ ষোলোর ম্যাচে সতীশ হারিয়ে দিয়েছেন জামাইকার রিকার্ডো ব্রাউনকে। উত্তরপ্রদেশের ৩২ বছরের বক্সার স্প্লিট সিদ্ধান্তে ৪-১ ব্যবধানে পরাজিত করেন জামাইকার প্রতিপক্ষকে।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: রিওতে সোনা জয়ী আর্জেন্টিনাকে হারাল ভারত,পৌঁছল কোয়ার্টার ফাইনালে
#TeamIndia | #Tokyo2020 | #Boxing
Men's Super Heavy Weight +91kg Round of 16 ResultsBoxer @satishyadavbox is through to the QFs of the +91kg event after beating Ricardo Brown of Jamaica. Satish is now just one win away from a medal. Go champ!! #EkIndiaTeamIndia #Cheer4India pic.twitter.com/SJ3XONS9vx
(@WeAreTeamIndia) July 29, 2021
আরও পড়ুন: Tokyo Olympics 2020: অপ্রতিরোধ্য Sindhu, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন ব্যাডমিন্টন তারকা
কোয়ার্টার ফাইনালে সতীশের প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ। এই বাউট জিততে পারলেই টোকিও অলিম্পিক্স থেকে ভারতকে নিশ্চিত পদক এনে দেবেন সতীশ। সতীশের আগে দেশের মেয়েরা বক্সিংয়ে ভারতের মুখ উজ্জ্বল করেছেন। কোয়ার্টার ফাইনালে উঠেছেন লভলিনা ও পূজা রানি। তাঁরাও শেষ আটের বাউট জিতলে পদক নিয়েই টোকিও থেকে দেশে ফিরবেন। ভারতে যে এবার অলিম্পিক্স বক্সিংয়ে দারুণ ছাপ রাখছে তা আর বলার অপেক্ষা রাখে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)