Tokyo 2020: ফাইনালে কোয়ালিফাই করতে পারলেন না বাংলার জিমন্যাস্ট Pranati Nayak

প্রত্যাশা পূরণে ব্যর্থ প্রণতি

Updated By: Jul 25, 2021, 09:56 AM IST
Tokyo 2020: ফাইনালে কোয়ালিফাই করতে পারলেন না বাংলার জিমন্যাস্ট Pranati Nayak

নিজস্ব প্রতিবেদন: আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ফাইনালে উঠতে ব্যর্থ বাংলার প্রণতি নায়েক (Pranati Nayak)। মাত্র দু’মাসের প্রস্তুতিতে অলিম্পিক্সে যাওয়া প্রণতি রবিবার টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) দুরন্ত প্রচেষ্টা করেও সফল হতে পারলেন না। দ্বাদশ স্থানে শেষ করে ফাইনালে যাওয়া হলো না মেদিনীপুরের পিংলার মেয়ে। প্রণতির আর দীপা কর্মকার হয়ে ওঠা হলো না।

আরও পড়ুন: আমি শুধু মণিপুরের নই, গোটা দেশের, ঐতিহাসিক সাফল্যের পর Mirabai Chanu

এদিন অলরাউন্ড পর্বে প্রণতির মোট স্কোর ৪২.৫৬৫। এর মধ্যে তিনি সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন ভল্টে (১৩.৪৬৬)। এ ছাড়া ফ্লোরে ১০.৬৩৩, আনইভেন বারে ৯.০৩৩ এবং ব্যালান্স বিমে ৯.৪৩৩ পয়েন্ট পেয়েছেন তিনি। মহাদেশীয় কোটায় শেষ মুহূর্তে অলিম্পিক্সের ছাড়পত্র পেয়েছিলেন। প্রণতি। তার ওপর শুধু বাংলা নয়, গোটা দেশেরই প্রত্যাশা ছিল। কিন্তু এদিন প্রণতি প্রত্যাশা পূরণ করতে পারলেন না।

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.