কী বলছে ভারতীয় ক্রিকেটের হেড স্যারের রেকর্ড?

মহেন্দ্র সিং ধোনি হোক বা বিরাট কোহলি। তাঁদের এখন নতুন হেড স্যার হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। আগামী এক বছরের জন্য তাঁর হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় থেকেই তিনি এই নতুন দায়িত্ব নেবেন।

Updated By: Jun 23, 2016, 10:41 PM IST
কী বলছে ভারতীয় ক্রিকেটের হেড স্যারের রেকর্ড?

ওয়েব ডেস্ক : মহেন্দ্র সিং ধোনি হোক বা বিরাট কোহলি। তাঁদের এখন নতুন হেড স্যার হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক অনিল কুম্বলে। আগামী এক বছরের জন্য তাঁর হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় থেকেই তিনি এই নতুন দায়িত্ব নেবেন।
 
BCCI সভাপতি অনুরাগ ঠাকুর আজ ভারতীয় দলের কোচ হিসেবে নাম ঘোষণা করেন অনিল কুম্বলের। সেখানে উপস্থিত ছিল ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সদস্যরাও। ভারতীয় ক্রিকেট দলের কোচ কে হবেন, তা নিয়ে কিছুদিন ধরেই জল্পনা চলছিল। নাম উঠেছিল রবি শাস্ত্রী, সন্দীপ পাতিল, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার টম মুডি, স্টুয়ার্ট ল সহ অনেকের। অবশেষে আজ নাম ঘোষণা হয় কুম্বলের।

আরও পড়ুন-পারফেক্ট টেনের কুম্বলেই এবার ভারতীয় ক্রিকেটের হেডস্যার

কিন্তু কোচ তো হলেন। তার নিজের রেকর্ড কী বলছে নতুন এই হেড স্যারের? আসুন একবার দেখে নেওয়া যাক-
 
নাম- অনিল কুম্বলে
বয়স-৪৫ বছর
খেলা-১৩২টি টেস্ট ম্যাচে ব্যাট হাতে রান ২৫০৬। বল হাতে উইকেট ৬১৬। সেরা বোলিং ৭৪ রান দিয়ে ১০ উইকেট এক ইনিংসে পাকিস্তানের বিরুদ্ধে।
ওয়ান ডে'তে ২৭১ ম্যাচে ব্যাট হাতে রান ৯৩৮। বল হাতে উইকেট ৩৩৭। সেরা বলিং ১২ রান দিয়ে ৬ উইকেট।

বিশ্বে দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়েছেন ভারতীয় এই লেগ-ব্রেক বোলার।

নিচে দেখুন অনিল কুম্বলের সেই বিক্ষাত ম্যাচের ভিডিওটি যেকানে তিনি ১০ উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে।

 

 

.