বিশ্বকাপ স্মারকের চাহিদা তুঙ্গে, লাভের মুখ দেখছে রাশিয়ার ব্যবসায়ীরা

রাশিয়ার ব্যবসায়ীদের গালে চওড়া হাসি... 

Updated By: Jun 18, 2018, 11:36 PM IST
বিশ্বকাপ স্মারকের চাহিদা তুঙ্গে, লাভের মুখ দেখছে রাশিয়ার ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদন: রাশিয়াতে বিশ্বকাপ স্মারকের রমরমা বাজার। বিদেশি পর্যটকদের চাহিদা দারুণ। যত খেলা এগোচ্ছে তত চাহিদা বাড়ছে। আর তাতেই বড়সড় লাভের মুখ দেখার ব্যাপারে আশাবাদী ব্যবসায়ীরা।

রাশিয়ায় গোলবাজি- নেইমারের প্রেমিকার শরীরে আঁকিবুকি করছে ‘অচেনা’ হাত! ভিডিও ভাইরাল

তবে ইউরোপের মানুষরা বড়ই কৃপণ। তাই ইউরোপের দর্শকদের দিকে একেবারেই তাকিয়ে নেই ব্যবসায়ীরা। তাঁদের আশার আলো দেখাচ্ছেন এশিয়া থেকে বিশ্বকাপ দেখতে আশা সমর্থকরা। বিশ্বকাপ স্মারক কয়েন বেচার জন্য প্রচুর রুবেল খরচ করে ফিফা থেকে ছাড়পত্র পেয়েছেন সার্গেই ব্রিক। তিনি এত রুবেল খরচ করেও এতটুকু চিন্তিত নন। কারণ তার এই স্মারক রুবেল চরচর করে বিক্রি হচ্ছে। বিশেষ করে ইয়েতেরিনবার্গ স্টেডিয়ামের ছবি দেওয়া রুবেলের চাহিদা তুঙ্গে। সঙ্গে বিদেশিদের চাহিদার তালিকায় রয়েছে বর্ডার মনুমেন্ট ও ডাবল হেডেড ঈগলের ছবিওয়ালা রুবেল। এর পাশাপাশি বিভিন্ন ধরনের  পুতুল, লেনিন, স্তালিন, পুতিনের মূর্তির চাহিদাও প্রবল। ফলে ইউরোপ এশিয়া সীমান্তে রাশিয়ার ব্যবসায়ীদের গালে চওড়া হাসি।

রাশিয়ায় গোলবাজি- মেসির পেনাল্টি মিস নিয়ে মুখ খুললেন মারাদোনা

.