প্রয়াত পান্নালাল, দশটা ফুটবল বিশ্বকাপ দেখেই থামলেন খিদিরপুরের বর্ষীয়ান ফুটবলপ্রেমী
তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দান জুড়ে
নিজস্ব প্রতিবেদন : কাতার বিশ্বকাপ আর দেখা হল না আদ্যন্ত ফুটবলপাগল পান্নালাল চট্টোপাধ্যায়ের। একমাত্র বাঙালি যিনি দশটা বিশ্বকাপ দেখেছেন। গত বছর (২০১৮) রাশিয়াতেও বিশ্বকাপ দেখতে ছুটে গিয়েছিলেন খিদিরপুরের চট্টোপাধ্যায় দম্পতি। তখন বলেছিলেন এবার মনে হয় অবসর নেওয়ার পালা। মঙ্গলবার সকালে ৮৬ বছর বয়সে প্রয়াত হন পান্নালাল বাবু। তাঁর প্রয়াণে শোকের ছায়া ময়দান জুড়ে।
#IndianFootball will miss Pannalal Chatterjee, one of the most ardent football fans across . Rest in peace .#HeroILeague #LeagueForAll pic.twitter.com/JFzru4mjMW
— Hero I-League (@ILeagueOfficial) December 17, 2019
১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ টিভিতে প্রথম সরাসরি সম্প্রচার দেখেছিল কলকাতা। পান্নালালবাবু ও স্ত্রী চৈতালি কিন্তু টিভির পর্দায় আটকে থাকেননি। লন্ডনে এক বন্ধুর সহযোগিতায় ১৯৮২ সালে স্পেনে প্রথমবার বিশ্বকাপ দেখতে যান সস্ত্রীক পান্নালাল চট্টোপাধ্যায়। এরপর মেক্সিকো থেকে রাশিয়া সমস্ত বিশ্বকাপের সাক্ষী থেকেছেন এই ফুটবলপাগল দম্পতি। পেলে, মারাদোনা, বেকেনবাওয়ার থেকে মেসি, রোনাল্ডো সবাইকে দেখেছেন কাছ থেকে।
আরও পড়ুন - বার্সেলোনায় অশান্তির জের; লা লিগা এল ক্লাসিকোর আগে একই হোটেলে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ!