The Ashes: Mitchell Starc-এর বিদ্যুৎগতিতে মজেছেন Ricky Ponting

অ্যাশেজ শুরু হতেই পুরনো খুনে মেজাজে ফিরলেন মিচেল স্টার্ক। 

Updated By: Dec 8, 2021, 12:40 PM IST
The Ashes: Mitchell Starc-এর বিদ্যুৎগতিতে মজেছেন Ricky Ponting
রোরি বার্নসের স্টাম্প উড়িয়ে দেওয়ার পর মিচেল স্টার্ক। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: মর্যাদার অ্যাশেজ (The Ashes) শুরু হতেই পুরনো খুনে মেজাজে ফিরলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। বুধবার ব্রিসবেন টেস্টের প্রথম বলেই ঘাতক ইনসুইং ইয়র্কার বেরিয়ে এল তাঁর হাত থেকে। উড়ে গেল রোরি বার্নসের স্টাম্প। আর তাই প্রথম টেস্টে পুরনো স্টার্ককে দেখে মজেছেন রিকি পন্টিং (Ricky Ponting)। 

৩৫ রান দিয়ে ২ উইকেট নেওয়া স্টার্কের বোলিং দেখে প্রাক্তন অজি অধিনায়ক বলেন, "স্ট্রার্ককে দলে নেওয়ার পর থেকে অনেকে নেতিবাচক মন্তব্য করেছিল। সেটা আমার কানে এসেছে। তবে ব্রিসবেনে আগুনে গতিতে বোলিং করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিল স্টার্ক। নতুন বলে ও কতটা ভয়ঙ্কর সেটা ফের একবার প্রমাণ করল। সাদা বল হোক-কিংবা লাল বল, স্টার্ক হল আক্ষরিক অর্থে 'উইকেট টেকিং মেশিন।" 

আরও পড়ুন: The Ashes: অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই আগুন ঝরিয়ে Kumble, Walsh-কে ছুঁলেন Pat Cummins

 

                  pic.twitter.com/XtaiJ3SKeV

এ দিকে স্টার্কের সেই বিদ্যুৎগতির ডেলিভারি নিয়ে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে তোলপাড়। তাঁর স্টার্কের ১৪২ কিলোমিটার বেগে ডেলিভারি দেখে একেবারে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। দ্রুত গতিতে আসা স্টার্কের বলটি বুঝেই উঠতে পারেননি বাঁ হাতি ওপেনার রোরি বার্নস। তিনি অফস্টাম্পের দিকে সরে গেলে, বলটি গিয়ে লেগ স্টাম্প উড়িয়ে দেয়। ফলে শূন্যতে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। 

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি স্টার্ক। ৪টি টেস্টে মাত্র ১১টি উইকেট পেয়েছিলেন তিনি। তবে এ দিন শুরু থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। তাই রোরি বার্নসকে ফেরানোর পরেও ক্ষান্ত হয়নি। চাপের মুখে পালটা লড়াই করে সাহেবদের ইনিংসকে টেনে নিয়ে যাওয়া জস বাটলারকে আউট করেন তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.