Alex Carey And Alastair Cook, The Ashes 2023: চুল নিয়ে চুলোচুলি! অ্যালেক্স ক্যারির কাছে ক্ষমা চাইতে বাধ্য হলেন অ্যালিস্টার কুক
অভিযোগ ওঠার পরেই মুখ খোলেন স্টিভ স্মিথ। তিনি দাবি করেন, ইংল্যান্ডে আসার পরে একবারও চুল কাটেননি সতীর্থ কেরি। ব্রিটিশ ধারাভাষ্যকারের দাবিকে একেবারে ভুয়ো বলেই দাবি করেন অজি ব্যাটার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠের মধ্যে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উত্তপ্ত হয়ে উঠেছে চলতি অ্যাশেজ (The Ashes) সিরিজ। এবার সেই লড়াইয়ের আঁচ পড়ল মাঠের বাইরেও। অ্যালেক্স কেরির (Alex Carey) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে দিলেন অ্যালিস্টার কুক (Alastair Cook)। ইংল্যান্ডের (England) প্রাক্তন অধিনায়ক কুকের অভিযোগ, অস্ট্রেলিয়ার (Australia) উইকেটকিপার নাকি সেলুনে চুল কাটতে গিয়ে টাকা না দিয়েই চলে গিয়েছেন। যদিও গোটা অস্ট্রেলিয়া দল এই অভিযোগ অস্বীকার করেছে। পরে অবশ্য জানা যায়, ধারাভাষ্য দেওয়ার সময় ভুল বলেছেন কুক। তবে এতে বিতর্ক থামছে না। কারণ এমন আলটপকা মন্তব্য করার জন্য কুকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্টিভ স্মিথ (Steve Smith)।
অজি উইকেটকিপারের বিরুদ্ধে অদ্ভুত অভিযোগ আনেন অ্যালিস্টার কুক। অ্যাশেজের তৃতীয় টেস্ট চলাকালীন কমেন্ট্রি করতে গিয়ে তিনি বলেন, 'অ্যালেক্স ক্যারি একটি দোকানে চুল কাটতে গিয়েছিল। কিন্তু বেরনোর সময়ে পয়সা না দিয়েই বেরিয়ে আসে। কারণ ওই দোকানে কেবলমাত্র ক্যাশে বিল মেটানো যায়। কেরি বলেছিল, পরের দিন তিনি বিল মিটিয়ে দেবে। কিন্তু আর সেই দোকানমুখো হয়নি অজি উইকেটকিপার।'
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 8, 2023
আরও পড়ুন: Mohun Bagan Super Giant: সবুজ-মেরুন জার্সি গায়ে চাপিয়ে রক্ষণ মজবুত করার অঙ্গীকার করলেন আনোয়ার
এই অভিযোগ ওঠার পরেই মুখ খোলেন স্টিভ স্মিথ। তিনি দাবি করেন, ইংল্যান্ডে আসার পরে একবারও চুল কাটেননি সতীর্থ কেরি। ব্রিটিশ ধারাভাষ্যকারের দাবিকে একেবারে ভুয়ো বলেই দাবি করেন অজি ব্যাটার। সোশ্যাল মিডিয়ায় সরাসরি বলেন, তথ্য ভালো করে খতিয়ে দেখা হোক। ক্রিকেট অস্ট্রেলিয়াও কুকের মন্তব্যের তীব্র বিরোধিতা করে।
এদিকে সোশ্যাল মিডিয়াতে স্মিথের জবাবের পর ক্ষমা চেয়ে নিয়েছেন কুক। তাঁর বক্তব্য, তাঁর ভুল হয়েছিল। কুক লেখেন, 'চেনার ভুল। অ্যালেক্স ক্যারেকে আমি ঠিক মতো চিনতে পারিনি। তাই ক্ষমা চাইছি।' তবে মাঠের ভিতরের যুদ্ধ এভাবে মাঠের বাইরে ছড়িয়ে পড়া উচিত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে।